(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন পরিবহন বাসের ধাক্কায় মাইক্রোবাস দুমরে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল নয়টার দিকে বুড়িচংয়ের কোরপাই এলাকার পোষ্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই মাইক্রোবাসের যাত্রী। আহতদেরকে ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চার লেন সড়কের চট্টগ্রাম অভিমুখে লেনে শুক্রবার (০২ অক্টোবর) রাত থেকেই একটি ট্যাংক লরি বিকল হয়ে রাস্তার পাশে পড়েছিল। শনিবার সকালে এই বিকল ট্যাংক লরিটির পেছনে আরেকটি কাভার্ডভ্যান এসে দাঁড়ায়।
সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস থেমে থাকা গাড়ি দুটির পেছনে এসে থামে। একই সময় পেছন দিক থেকে আসা চট্টগ্রাম অভিমুখী স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস এসে সজোরে চাপা দেয় মাইক্রোবাসটিকে। এসময় মাইক্রোবাসের ভিতরে থাকা একজন নারী ও চালক ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসে থাকা গুরুতর আহত অপর দুই যাত্রীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এ দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply