স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সন্তান কবিরুল ইসলাম শিকদার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
ক্রীড়া অন্তপ্রাণ কবিরুল ইসলাম শিকদার খেলোয়াড় জীবনে নানা সাফল্য পেয়েছেন। এখন সংগঠক হিসেবেও পেলেন বড় দায়িত্ব। প্রতিযোগিতামূলক খেলা ছেড়েছেন আগেই। তবে ৫০ পেরিয়েও নিয়মিত তরুণদের সাথে পাল্লা দিয়ে ব্যাডমিন্টন খেলেন খেলাপাগল এই মানুষটি।
খেলাধুলার পাশাপাশি তিনি কুমিল্লার রাজনীতিতেও জনপ্রিয়। তিনি কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্তমানে মহানগর আ’লীগের কমিটিতে রয়েছেন। তিনি আগামী কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশি বলে জানা গেছে।
Leave a Reply