অনলাইন ডেস্ক:
প্রথমবারের মত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস’র জন্য ‘পার্মানেন্ট টানেল্ড কেথেটার’ স্থাপন করা হয়েছে। পার্মানেন্ট টানেল্ড কেথেটার স্থাপন হওয়ায় CKD stage 5 with Hypertension with Diabetes Mellitus কিডনি রোগীদের অপারেশন এখন মাত্র এক হাজার টাকা খরচে করা যাবে। এই অপারেশনটি বেসরকারী কোন হাসপাতালে করালে খরচ হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিডনি রোগীদের ফিস্টুলা পরিপক্ক হওয়ার আগে তা দিয়ে ডায়ালাইসিস দেয়া যায় না। এটা পরিপক্ক হতে ২-৩ মাস সময় প্রয়োজন হয়। ফিস্টুলা পরিপক্ক হওয়ার আগে ২-৩ মাস কিডনি রোগীর সুস্থ্যতার জন্য, যে ডায়ালাইসিস দেয়া হয় তা “পার্মানেন্ট টানেল্ড কেথেটার’র” মাধ্যমে, যা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছে।
এত দিন “টেম্পোরারী ক্যাথেটার” মাধ্যমে কাজ চালানো হচ্ছিল। যেটাতে সংক্রমণের ঝুকি অনেক বেশি থাকে এবং অত্যন্ত ব্যয় বহুল। “পার্মানেন্ট টানেল্ড কেথেটার’র” মাধ্যমে সংক্রমনের ঝুকি অনেকাংশ কমানো সম্ভব এবং এর মাধ্যমে রোগীর খরচ অনেক কমে যায়।এখন থেকে অপারেশনটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করাতে মাত্র এক হাজার টাকা খরচ হবে। এই অপারেশনটি বেসরকারি যেকোন হাসপাতালে করালে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা খরচ হয়।
সুত্র জানায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রুনা আক্তার (৪০) ও শেরপুর জেলার সদর উপজেলার রুস্তম আলী CKD stage 5 with Hypertension with Diabetes Mellitus নামক জটিল রোগে ভুগছিলেন, তাদের এ অপারেশন সম্পন্ন হয়েছে। এর ফলে এখন থেকে এই পার্মানেন্ট টানেল্ড কেথেটার দিয়ে ডায়ালাইসিস দেয়া সম্ভব হবে।
ময়মনসিংহ সেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আহব্বায়ন এডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে “পার্মানেন্ট টানেল্ড কেথেটার” সুবিধা চালু হওয়ায় চিকিৎসা সেবায় আরও একধাপ এগিয়ে গেল। আমরা দাবি জানাই গরিব ও অসহায়রা যেন এই সুবিধা পায়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার জাকিউল ইসলাম বলেন, যারা দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যায় ভুগছেন তাদের জন্য “পার্মানেন্ট টানেল্ড কেথেটার” অনেক গুরুত্বপূর্ণ। এটি ময়মনসিংবাসীর জন্য বড় একটি সুসংবাদ।
Leave a Reply