অনলাইন ডেস্ক:
নেত্রকোনার কমলাকান্দার গোমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এখনও আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, সকালে উপজেলার রাজানগর গ্রামে গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। তবে ট্রলারে কয়জন যাত্রী ছিলো এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে এই ট্রলারটি ডুবে গেছে। তাদের উদ্ধারে কাজ করছে উপজেলা প্রশাসন ও স্থানীয়রা।
Leave a Reply