বিনোদন ডেস্ক
আবারও ওয়েব সিরিজে দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেনকে।পরিচালক দেবালয় ভট্টাচার্য নির্মাণ করছেন ‘দেবদাস ও একটি খুনের গল্প’। সেখানে চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে রাইমাকে।
শুরুতে চন্দ্রমুখীর চরিত্রে সোহিনী সরকারকে কাস্টিংয়ের কথা ভাবা হয়। তবে শেষ পর্যন্ত রাইমাকে চরিত্রটির জন্য চূড়ান্ত করা হয়। এই সিরিজ়ে তার চরিত্রটি ঘিরেই দানা বাঁধবে রহস্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট চরিত্রদের কেন্দ্র করে তৈরি এই ফিকশনের প্লটে বড়সড় পরিবর্তন আনা হয়েছে।এই ওয়েবে দেবদাসের চরিত্রে অর্জুন চক্রবর্তী, পার্বতীর ভূমিকায় মধুমিতা সরকার। প্রেম ও এক রহস্যজনক খুনের গল্প নিয়ে সিরিজ়।
জানা যায়, রহস্য গড়াবে কলকাতা ছাড়িয়ে পাহাড়ে, যেখানে চন্দ্রমুখীর সঙ্গে দেখা হয় দেবদাসের। তবে এই দেবদাসের মদ্যপানের নেশা নেই। প্রশ্ন আসছে নিশ্চয় তাহলে কীসের নেশায় আসক্ত সে? রহস্য সেখানেই। পাহাড়ে আউটডোরের পরিকল্পনা চলছে। আগামী মাসেই এই ওয়েব সিরিজের শুটিং শুরু হওয়ায় কথা।
Leave a Reply