(মোঃনাছির আহাম্মেদ, লালমাই)
কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তার জন্য সোমবার (৭সেপ্টেম্বর) বিকেল থেকে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন ইউএনও নজরুল ইসলাম।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান, ইউএনও মহোদয় ও তাঁর সরকারী বাসভবনের নিরাপত্তার স্বার্থে ১০জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা অনুযায়ী আপাতত চার জন একজন এপিসি ও তিন জন সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য,গত বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও ও তার বাবাকে হাতুড়ি দিয়ে জোরালো আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Leave a Reply