অনলাইন ডেস্ক:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৬ জন ও আইসোলেশনে ২ জন এবং কোভিড ওয়ার্ডে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ইশতিয়াক জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত কুমিল্লার ব্রাহ্মনপাড়ার সামছুল আলম (৬০), সামছুজ্জামান (৫৫), চান্দিনার নুরুল ইসলাম (৭৫), আবদুল মালেক (৬৫), বরুড়ার ফাতেমা (৬০), লাকসামের নুরুল আমিন (৬০), সদরের রিয়া (৩০), মাহমুদুর রহমান (৬০), দেবীদ্বারের নাসরিন (৪০) ও চৌদ্দগ্রামের সহিদুল (৫০)।
এনিয়ে ৭৩ দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মোট মৃত্যুর সংখ্যা ৩৬১। যার মধ্যে ৩১৩ জনই মারা গেছে করোনার লক্ষণ উপসর্গ নিয়ে ।
উল্লেখ্য, এ নিয়ে কুমেক হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩৬৩ জনের মৃত্যু হলো।
এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানাইয়, কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,২৩৭ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪,৭৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫৬ জন।
Leave a Reply