অনলাইন ডেস্ক:
ধোনির পর সুরেশ রায়না। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় এই বাঁ-হাতি প্লেয়ার। ওয়ানডে, টি২০, টেস্ট তিনটি ফরম্যাটেই অনবদ্য অবদান আছে রায়নার।
ধোনির অবসর গ্রহণের কিছুক্ষণের মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় সাইটে নিজের অবসরের কথা জানান এই ভারতীয় অলরাউন্ডার। ধোনির মতোই কোনো সাংবাদিক বৈঠক নয়, কোনো অফিসিয়াল নয়। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর অবসরের কথা জানানলেন।
নিজের ইনস্টাগ্রামে পেজে বর্তমান সিএসকে ক্যাম্পের ছবি আপলোড করে নিজের অবসরের কথা জানান রায়না। তিনি লেখেন, “তোমার সঙ্গে সুন্দর সময় কাটিয়েছি মাহি। একসঙ্গে অনেক ভালো খেলেছি। তোমার জন্য আমার হৃদয় গর্বে ভরে যায়। তোমার এই নতুন যাত্রায় আমিও সামিল হলাম। ধন্যবাদ ভারত। জয় হিন্দ।”
আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন নিজেকে দূরে রেখেছেন এই বাঁ-হাতি প্লেয়ার। ২০০৫ সালে রঞ্জি ওয়ান ডে ট্রফিতে মোহাম্মদ কাইফ এর নেতৃত্বে উত্তর প্রদেশ দলের হয়ে অভিষেক ঘটে। ১৮ বছর বয়সে ২০০৫ সালে ইন্ডিয়ান অয়েল কাপ-এ শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকের মাধ্যমে রায়না’র অভিষেক ঘটে।
কিন্তু টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে পাঁচ বছর পর ২০১০ সালে একই দলের বিপক্ষে। ২০১১ সালের ভারতের বিশ্ব জয়ের দলের অন্যতম কাণ্ডারি ছিলেন সুরেশ রায়না।
Leave a Reply