অনলাইন ডেস্ক:
সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা আসসালামুআলাইকুম। আজ…আগস্ট ২০২০, স্বাস্থ্য অধিদফতর থেকে আমি অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) স্বাস্থ্য অধিদফতর, কোভিড-১৯ স্বাস্থ্য বুলেটিন আপনাদের সামনে উপস্থাপন করবো…’
গত প্রায় চার মাস ধরে প্রতিদিন দুপুর আড়াইটায় তিনি দেশে করোনা পরিস্থিতির বিস্তারিত তথ্য-উপাত্ত নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিন তুলে ধরতে টেলিভিশনের পর্দায় লাইভে হাজির হতেন। কিন্তু আর একদিন পর বুধবার থেকে লাইভে হাজির হয়ে তথ্য-উপাত্ত জানাবেন না। কারণ আগামীকালের (১১ আগস্ট) পর আর নিয়মিত স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হবে না। বন্ধ হয়ে যাচ্ছে করোনা সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিন পরিবেশনা।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এখন থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা সম্পর্কিত সব তথ্য জানিয়ে দেয়া হবে। কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে অধ্যাপক ডা. নাসিমা সুলতানাসহ আরও একজন অতিরিক্ত মহাপরিচালকের সাথে কথা বলে নিতে পারবেন। তবে স্বাস্থ্য বুলেটিন একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে বিষয়টি এমন নয়, ভবিষ্যতে প্রয়োজন সাপেক্ষে হয়তো আবারও স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হবে।
হঠাৎ করে কেন স্বাস্থ্য বুলেটিন বন্ধ করে দেয়া হচ্ছে জানতে চাইলে স্বাস্থ্য মহাপরিচালক বলেন, গত কয়েক মাস ধরে একটানা হেলথ বুলেটিন প্রচার করতে গিয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক প্রকার অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিদিন আক্রান্ত ও মৃতের খবর পড়তে পড়তে তার ওপর এক ধরনের মানসিক চাপ তৈরি হচ্ছে। তাছাড়া তিনি শারীরিকভাবেও কিছুটা অসুস্থতা বোধ করছেন। সার্বিক বিবেচনায় স্বাস্থ্য বুলেটিন প্রচার বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে
Leave a Reply