অনলাইন ডেস্ক:
কুমিল্লা নগরীর ২৭ টি ওয়ার্ডের কোরবানির বর্জ্য ঈদের দিন দুপুর ২ টায় থেকে রাত ১২ টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মোঃ মনিরুল হক সাক্কু
কোরবানীর পশুর বর্জ্য পরিস্কারের জন্য কল করুন “01671494050” “01819663752” “01885888878” “08174055” “09642222244”-কুমিল্লা সিটি কর্পোরেশন
সম্প্রতি নগর সেবক পরিচ্ছন্ন কর্মীদের সাথে মিটিং করে সিটি মেয়র মনিরুল হক সাক্কু এই সিদ্ধান্ত জানান। এই সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন ও চীফ ইঞ্জি: শফিকুল ইসলাম,বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার জনাব মোঃ ইকরাম হোসেন ইকু।
Leave a Reply