মোঃ ফখরুল ইসলাম সাগর, দেবিদ্বার
“আপনাদের প্রয়োজনে পাশে আছি আমরা “হ্যালো ছাত্রলীগ। এই স্লোগান কে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের “হ্যালো ছাত্রলীগ’ এবার করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে পড়া দেবিদ্বার ইন্টারন্যশনাল ক্যাডেট স্কুলের ৭ কর্মচারীর পরিবারকে ঈদ সামগ্রী দিয়ে পাশে দাড়ালেন। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক ও পৌর যুবলীগের সহ সভাপতি কাজী সুমন এর আর্থিক সহযোগীতায় বুধবার রাতে “হ্যালো ছাত্রলীগ টিমের সদস্যরা এই ঈদ সামগ্রী ওই বিদ্যালয়ের ৭ কর্মচারীর বাসায় পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুল হক, দেবিদ্বার সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি, মোঃ বিল্লাল হোসাইন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ সদস্য মোঃ নাজমুল হাসান, কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আনোয়ার হোসেন বাপ্পু, সদস্য মোঃ আমির হোসাইন। এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু কাউছার অনিক বলেন, দেবিদ্বারের তরুন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি মহোদয়ের মানবিক নির্দেশনায় এই বৈশ্বিক মহামারী করোনার কারনে ছাত্রলীগ ইতিমধ্যে নানা প্যাকেজ এর মাধ্যামে বিভিন্ন সেবা প্রদান করে যাচ্ছি, যেহেতু লগডাউন তুলে দেওয়া হয়েছে সাধারন মানুষ এখন কর্মস্থলে যোগদান করায় সাধারন মানুষের খাদ্যের সংকট এখন আর নেই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় দেবিদ্বার উপজেলার কিন্টারগার্ডেন স্কুলের শিক্ষক/ কর্মচারীরা আজ মানবেতর জীবন যাপন করছে এমন সংবাদে দেবিদ্বার ইন্টারন্যশনাল ক্যাডেট স্কুলের ৭ কর্মচারীর পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। তবে সমাজের বিত্তবানদের প্রতি আহব্বান জানাই তাদের পাশে দাড়িয়ে সহযোগীতা করার জন্য
Leave a Reply