অনলাইন ডেস্ক:
করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল এ টুর্নামেন্ট। তবে কভিড-১৯ মহামারির কারণে সেটি হচ্ছে না। সোমবার (২০ জুলাই) আইসিসির আইবিএস বোর্ড এক মিটিংয়ের পর জানিয়েছে এ সিদ্ধান্ত। পিছিয়ে গেছে ২০২৩ বিশ্বকাপ সূচিও। এফটিপিতে ফেব্রুয়ারি-মার্চে ভারতে এ টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও এখন তা হবে সে বছরের অক্টোবর-নভেম্বরে।
নতুন সূচি অনুযায়ী এই সাইকেলে আইসিসির টুর্নামেন্ট হবে নিচের সময়ে–
আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১– অক্টোবর-নভেম্বর (ফাইনাল ১৪ নভেম্বর)
আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২– অক্টোবর-নভেম্বর (ফাইনাল ১৩ নভেম্বর)
আইসিসি মেনস বিশ্বকাপ ২০২৩– অক্টোবর-নভেম্বর (ফাইনাল ২৬ নভেম্বর)
যে কারণে বিনামূল্যে ভ্যাকসিন সবার আগে বাংলাদেশে আসবে
অনলাইন ডেস্ক:
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেছেন, ‘যুক্তরাজ্য, চীনসহ অনেক দেশই করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছে। বিশ্বে করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে সবার আগে তা বাংলাদেশে আসবে। তথ্যমতে, বিশ্বের যেসব দেশের মাথাপিছু আয় চার হাজার ডলারের নিচে, সেসব দেশ এই ভ্যাকসিন বিনা মূল্যে পাবে। যেহেতু বাংলাদেশের মাথাপিছু আয় দুই হাজার মার্কিন ডলারের কাছাকাছি, সুতরাং বাংলাদেশ এই ভ্যাকসিন বিনা মূল্যেই পেয়ে যাবে।’
সোমবার (২০ জুলাই) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনলাইন মিটিংয়ে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’র এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে সচিব এসব কথা বলেন। অনলাইন সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) শেখ মুজিবর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার কার্যক্রম সঞ্চালনের দায়িত্বে ছিলেন জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ। আবদুল মান্নান বলেন, ‘ভ্যাকসিন দেশে এলে দেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে ক্রমান্বয়ে বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে। একই সঙ্গে ভ্যাকসিন আনার প্রক্রিয়া ও বিতরণের জন্যও সরকার যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে।’
Leave a Reply