অনলাইন ডেস্ক:
কুমিল্লায় ৩ শ ৫৯ টি নমুনা রিপোর্টের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ৯৯ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ২৭, নাঙ্গলকোট- ১০,আদর্শ সদর- ১,বরুড়া- ৬,চৌদ্দগ্রাম- ৯,বুড়িচং- ৩,দেবিদ্বার- ৭,মেঘনা – ২,তিতাস – ২,লাকসাম – ৮,, মনোহরগঞ্জ – ৭লালমাই – ১,হোমনা – ২,মুরাদনগর – ১৪
এই নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৯ শ ১৩ জনে । নতুন করে বুড়িচংয়ের একজনের মৃত্যু হয়েছে। । এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১২৯ জনের।গত ২৪ জন ঘন্টায় সুস্থ ৮০ জন । দেবিদ্বার- ১৩,সদর দক্ষিণ- ৫,আদর্শ সদর – ৮,চান্দিনা – ৫,সিটি কর্পোরেশন – ২৩,মনোহরগঞ্জ – ১১,বরুড়া – ১৫,। মোট সুস্থ হয়েছে ২ হাজার ৮শ ১৩ জন।
সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৩ শ ৪৯ টি , ফলাফল এসেছে ২৩ হাজার ১শ ৩২ টি। গত ২৪ ঘন্টায় নমুনা প্রেরণ করা হয়েছে (১৯ জুলাই ২০২০) রবিবার সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
Leave a Reply