মোঃ শরীফ উদ্দীনঃ “আমরা গড়বো প্রজন্মের উজ্জল ভবিষ্যত” এ শ্লোগানকে সামনে রেখে বরুড়া উপজেলার অাড্ডা এলাকায় ২০১৯ ইং সালের ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আডডা প্রজন্ম উন্নয়ন সংঘ। বরুড়া উপজেলার মধ্যে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে এটি অন্যতম। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছে। কার্যক্রমের ধারাবাহিকতায় আজ ১৩ জুলাই সোমবার সকাল ১০টায় আডডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ে সংগঠনের লোগো ও নামযুক্ত টি-শার্ট উন্মোচন করা হয়। এতে সভাপতিত্ব করেন আডডা প্রজন্ম উন্নয়ন সংঘের সভাপতি ও ক্ষুদে কবি মোঃ সবুজ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি, দৈনিক বরুড়া কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ও আডডা প্রজন্ম উন্নয়ন সংঘের উপদেষ্টা সাংবাদিক মুহাম্মদ জামাল হোসেন শাহজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আডডা বাজারের বিছমিল্লাহ ফার্মেসীর স্বত্তাধিকারী ডাঃ কামরুল হাসান, আডডা বাজারের ব্যবসায়ী ও আডডা প্রজন্ম উন্নয়ন সংঘের হিতৈষী সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, অাডডা প্রজন্ম উন্নয়ন সংঘের সিনিয়র সদস্য মুহাম্মদ জামাল হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত অালোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি ক্ষুদে কবি মোঃ সবুজ হোসেন। সংগঠনের কার্যক্রম ও জনসচেতনতা মুলক বক্তব্য প্রদান করেন সাংবাদিক মুহাম্মদ জামাল হোসেন শাহজী, ডাঃ কামরুল হাসান, মুহাম্মদ শফিকুর রহমান প্রমুখ। এ সময় অাডডা প্রজন্ম উন্নয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ টি-শার্ট উন্মোচন করে সংগঠনের সকল সদস্যদেরকে পড়িয়ে দেন। জানা যায়, টি-শার্ট এর অর্থায়ন করেন আডডা গ্রামের কৃতি সন্তান, আডডা প্রজন্ম উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক কাতার প্রবাসী মুহাম্মদ আমান উল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আডডা প্রজন্ম উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইদুল ইমরান শাওন।
Leave a Reply