অনলাইন ডেস্ক:
কুমিল্লার দাউদকান্দিতে এমদাদুল হক মিঠু(২৬) নামে বেসরকারী হাসপাতাল টেকনোলজিস্টের লা’শ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার গৌরীপুরের মুক্তি মেডিকেলের দু’শ গজ পিছনে ডোবা থেকে ভাসমান অবস্থায় তার লা’শ উদ্ধার করা হয়েছে।
গৌরীপুর দেশ হাসপাতালের ল্যাব টেকনোলজিস্টে নি’হত মিঠু মুরাদনগর উপজেলার হাড়পাটনা গ্রামের আবুল হোসেন সরকারের ছেলে।
মিঠুর বর বোন হোসনেআরা বলেন, আমার ভাই চাকরির পাশাপাশি লেখা পড়া করতো। হাসপাতালের কোয়ার্টারেই থাকতো। আমার ভাইকে পরিকল্পিত ভাবে হ’ত্যা করেছে।
দেশ হাসপাতালের পরিচালক কুতুব উদ্দিন জানান, মিঠু হাসপাতালের তিনতলায় একটি রুমে থাকতো। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হাসপাতাল থেকে বের হয়ে যায় । রাতে আর ফিরে আসেনি।আজ সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী জানান, ধারনা করা হচ্ছে কেউ শত্রুতামূলক পরিকল্পিতভাবে তাকে জ’বাই করে হ’ত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হ’ত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
Leave a Reply