অনলাইন ডেস্ক:
কুমিল্লায় নতুন করে শ’নাক্ত হয়েছে১২১ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ১১,মুরাদনগর- ৪,হোমনা- ২০, দাউদকান্দি- ১২ চান্দিনা- ৮,দেবিদ্বার- ১, তিতাস- ১৪, লাকসাম- ১৫, মেঘনা- ৩, মনোহরগঞ্জ- ৭, নাঙ্গলকোট- ১৩, বুড়িচং- ৮, লালমাই- ৫ জন রয়েছে।
।এই নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৯শ ৯৪ জনে । গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৫১ জন। ! সিটি করপোরেশন- ৯৪,বুড়িচং- ২,চৌদ্দগ্রাম- ১,, বরুড়া- ৩৩, আদর্শ সদর- ১২, নাঙ্গলকোট- ৫, মেঘনা- ২, মনোহরগঞ্জ- ২, মোট সুস্থ হয়েছে ১ হাজার ১ শ ৯১ জন ।
কুমিল্লা নতুন করে আরও ২ জনের মৃ’ত্যু হয়েছে । দেবিদ্বারে একজন, সদরে একজন।
। মোট মৃত্যু সংখ্যা ৮৭ জন। সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৭শ ২৮ টি , ফলাফল এসেছে ১৫ হাজার ৯ শ ৫০ টি। (২৫ জুন ২০২০) বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বুড়িচং
(২৫ জুন ২০২০) বৃহস্পতিবার নতুন করে যারা সনাক্ত হয়েছেন তারা হলো: ১।আইফলের নেছা,গ্রাম, ইছাপুরা. ষোলোনল।২।আলেয়া বেগম.গ্রাম,পূর্ণমতি,বুড়িচং সদর।৩।অনিল. গ্রাম, পাহাড়পুর, বাকশিমুল.৪।সফিকুল ইসলাম.গ্রাম, দক্ষিন গ্রাম. রাজাপুর.৫।ওমর ফারুক, ( বুড়িচং হাসপাতালের চাকুরীজীবির স্বামী ) রেইসকোর্স. কুমিল্লা.৬।সোহাগ সুত্রধর. গ্রাম, মইনপুর, ময়নামতি।৭।রফিকুল ইসলাম. ময়নামতি জেনারেল হাসপাতাল.৮,গৌতম ভৌমিক, গ্রাম , নিমসার।
Leave a Reply