অনলাইন ডেস্ক:
কুমিল্লায় নতুন করে শনাক্ত হয়েছে ১১১ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ৭৪, চৌদ্দগ্রাম- ৬, সদর দক্ষিণ- ১, নাঙ্গলকোট- ২৬
লালমাই- ৪ ।এই নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৭শ ৯২ জনে । নতুন করে মৃত্যু হয়েছে আরও ৪ জনের । সিটি করপোরেশন- ২ (CuMCH), চান্দিনা- ১ (CuMCH) আদর্শ সদর- ১। সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
কুমিল্লা সিটি:
কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র, ৯ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি ও তাঁর ভাই, ১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, তালপুকুর পাড়ের ২ জন, জেলা প্রশাসকের কার্যালয়ের ২ জন, ছোটরা মধ্যপাড়ার ১ জন, বাগিচাগাঁয়ের ১ জন,চর্থার ১ জন, দক্ষিণ চর্থার ১. পুলিশ হাসপাতালের ১ জন, ২য় কান্দিরপাড়ের ১ জন, ঠাকুরপাড়ার ২ জন, আশ্রাফপুরের ১ জন, পুলিশ লাইনের ১ জন, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১ চিকিৎসকসহ ৩ জন, মুন হাসপাতালের ১ জন, মনোহরপুরের ১ জন, মোগলটুলির ২ জন, দৌলতপুরের ১ জন, নাসিং ইন্সটিটিউটের ১ জন, চানপুরে ১ জন, সিভিল সার্জন অফিসের ১জন, ধর্মপুরের ১ জন, চকবাজারের ১ জন, শাসনগাছার ১ জন, ঝাউতলার ২ জন। কুমিল্লা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনার মধ্যে ১১৪ জনের পজেটিভ এসেছে।
নাঙ্গলকোট:
কুমিল্লার নাঙ্গলকোট থানার ৩ এসআই, ২ এএসআই ১২ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কুমিল্লা পল্লী বিদ্যুতের ডিজিএমসহ ৩ জন, বটতলী ইউনিয়নে ৭ জন,জোড্ডা এক এনজিও কর্মী, ঢালুয়া ইউনিয়নে ২ জন, আদ্রা দক্ষিণ ইউনিয়নে -১ জনসহ সোমবার (২২ জুন) ২৬ জন আক্রান্ত হয়েছেন।এ নিয়ে পুরো উপজেলায় ১৪০ জন আক্রান্ত।সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবদাস দেব বিষয়টি নিশ্চিত করেন।আক্রান্তরা হলেন, নাঙ্গলকোট থানার এস আই ওবায়দুল হক, সফিকুল ইসলাম, কামরুল ইসলাম, এএসআই সফিকুল ইসলাম, মকবুল হোসেন। পুলিশ সদস্য মোঃ আবুল খায়ের, টিটু বড়ুয়া, মোঃ শহীদ মিয়া, আনিসুর রহমান, কহিনুর আক্তার, মাসুদ রানা, সেলিম উদ্দিন।পল্লী বিদ্যুতের ডিজিএম শহীদ উদ্দিন, জাহিদ উদ্দিন, মোঃ সেলিম মিয়া, জোড্ডা ইউনিয়নের মনির নামের এক এনজিও কর্মী।ঢালুয়া ইউনিয়নের মকিমপুর গ্রামের শাহাদাত হোসেন, রহিমা আক্তার। আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের শাহাআলম।বটতলী ইউনিয়নের কাশিপুর গ্রামের রিপন, রোজিনা, সালমা আক্তার, সীমা আক্তার, ইস্রাফিল, নুসরাত, সম্রাট। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান,মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৬৭, রিপোর্ট আসে ৯০০ টি, মোট সুস্থ ৫৮ জন,৮২ জন বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেলে করোন উপসর্গ নিয়ে যারা মারা গেলেন:
কুমিল্লার ঢুলিপাড়ার মোস্তাক আহমেদ(৪৯), সদর দক্ষিণের হাজী মো: আবুল হোসাইন (৭৫), মোসলেম (৬৫), শহরের ছোটরার পারভীন আক্তার (৪৭), চাঁদপুরের হাজীগঞ্জের কাজীরগাঁওয়ের নজরুল ইসলাম(৭০), চাঁদপুর সদরে আলমগীর হোসেন (৪৫)।
Leave a Reply