অনলাইন ডেস্ক:
কুমিল্লার বরুড়ায় আ.লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন ও তার মেয়ে সহ দ্বিতীয় দফায় আরও ৪জন আক্রান্ত হয়েছে।কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে আজ শনিবার সন্ধ্যায় নতুন রিপোর্ট পাওয়ায় তা সংশোধন করা হয়েছে। এর আগে দুপুরে ভাউকসা ইউপি চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক ও তার মেয়ে সহ ৪জন আক্রান্তের খবর আসে। এ নিয়ে আজ শনিবার বরুড়ায় মোট ৮ জন আক্রান্ত হয়।
দুপুরের প্রাপ্ত রিপোর্টে পজিটিভরা হলেন, ভাউকসার ইউপি চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক ছাড়া আক্রান্ত অন্যরা হলেন, তার মেয়ে রুবি আক্তার, আড্ডা ইউনিয়নর আড্ডা গ্রামের আব্দুল অহিদ এর ছেলে মিনহাজ ও ধ্বনিশ্বরের নিত্য গোপালের স্ত্রী খিলা রানী।র।
সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে পজিটিভরা হলেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন, তার মেয়ে মধু রিমা নাসির আরফি, বরুড়া থানার কবির, মুরাদনগর উপজেলা কর্মরত হিসাবরক্ষক ফারুক।-
কুমিল্লায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩১ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ৩৯, আদর্শ সদর- ৫, বরুড়া- ৮, চৌদ্দগ্রাম- ১২, মনোহরগঞ্জ- ১৯ মুরাদনগর- ১,নাঙ্গলকোট- ২,সদর দক্ষিণ- ৪,লালমাই- ৪,বুড়িচং- ১,চান্দিনা – ৯, হোমনা- ৫, দাউদকান্দি- ১৮, তিতাস- ৪,
।এই নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৬শ ২ জনে । গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫০ জন।
সিটি করপোরেশন- ৩৩,চৌদ্দগ্রাম- ৬, দেবিদ্বার- ১১, মোট সুস্থ হয়েছে ৭ শ ৪৭ জন ।আজ নতুন করে আরও ৭ জনের জনের মৃত্যু হয়েছে।। মনোহরগঞ্জ- ২, বরুড়া- ২,দেবিদ্বার- ১,বুড়িচং- ১ (CuMCH), চৌদ্দগ্রাম- ১ (CuMCH)! মৃত্যু সংখ্যা বেড়ে ৭৮ জনে।
সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮শ ২~৭ টির , ফলাফল এসেছে ১৪ হাজার ৫ শ ৭০ টি। শনিবার (২০ জুন ) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র : মুক্তির লড়াই
Leave a Reply