মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লা বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়ন আদ্রা গ্রামের পারভিন আক্তার (৪২) গত ১৯ জুন ভোরে ঢাকা গন স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভাইরাসের অাক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজেউন।
পরে তার মৃত দেহটি দাপনের জন্য নিজ গ্রাম আদ্রায় নিয়ে অাসা হয়। লাশ দাপনের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর সহোযোগিতা উপজেলা স্বেচ্ছাসেবক টিম দাপনের জন্য ছুটে অাসে। গত ৭ দিন আগে তার স্বামী মোঃ ছফি উল্লাহ করোনা আক্রান্ত হয়ে ঢাকা মারা যান।
তাকে ও নির্বাহী অফিসার এর নির্দেশে বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক টিম দাপন সম্পন্ন করে। এক সপ্তাহ ব্যবধানে স্বামী স্ত্রী দুজনেই মারা গেলেন। মৃত্যুকালে তাদের দুটি ছেলে সন্তান সহ বহু অাত্মীয় স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন। পরে বাদ জুম্মা স্থানীয় ঈদগাহ মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়। পারভীন অাক্তারের জানাজার নামাজ ও দাপনে উপজেলা স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন মোঃ অারিফুর রহমান, গাজী কামরুল হাসান, মোঃ শরীফ উদ্দীন, মোঃ জাহিদুল ইসলাম, অারমান পাটোয়ারী, হাফেজ হেদায়েত উল্লাহ, মোঃ অারমান হোসেন, এরশাদ পাটোয়ারী, সহ অন্যান্যরা
Leave a Reply