(মোঃনাছির আহাম্মেদ, লালমাই)
গত ১৪ ও ১৫ জুন,২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত ১৯টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, যার মধ্যে বাগমারা উত্তরের ০৩ জন ও বাগমারা দক্ষিণের ০৩ জন কোভিড১৯ পজিটিভ হয়েছেন, বাকি ১৩ জন করোনানেগেটিভ। করোনাপজিটিভ সনাক্ত ব্যক্তির বাড়ী লকডাউন করা হয়েছে।
তারা স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে অাছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লালমাই উপজেলায় সংগৃহীত মোট ৩৪৯টি নমুনার মধ্যে ৩১২জনের ফলাফল পাওয়া গেছে, বাকিদের রিপোর্ট অপেক্ষমাণ আছে। এ নিয়ে লালমাই উপজেলায় করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ২৯ জন।
এদের মধ্যে বাগমারা হাসপাতালে ০২ জন, লালমাই থানায় ০৬ জন, ১নং বাগমারা উত্তর ০৫ জন, ২নং বাগমারা দক্ষিণে ০৭ জন, ৩নং ভুলইন উত্তরে ০৫ জন, ৪নং ভুলইন দক্ষিণে ০১ জন, ৫নং পেরুল উত্তর : ০০,৬নং পেরুল দক্ষিণ : ০০, ৭ নং বেলঘর উত্তরে ০১ জন, ৮নং বেলঘর দক্ষিণে ০১ জন, ৯ নং বাকই উত্তরে ০১ আক্রান্ত। এছাড়াও উপজেলায় করোনায় মৃত্যু হয়েছে দুজনের এবংসুস্থ হয়েছেন ০৫ জন। লালমাই উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়া…
Leave a Reply