( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় নতুন করে শনাক্ত হয়েছে ৫২ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ১৪ , বুড়িচং- ৫, লাকসাম- ৭, ব্রাহ্মণপাড়া- ৭, বরুড়া- ২, দেবিদ্বার- ১১, মুরাদনগর- ১, নাঙ্গলকোট- ১, লালমাই- ১, মনোহরগঞ্জ- ১, সদর দক্ষিণ- ১
।এই নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৮ জনে । গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৮৩ জন। সিটি করপোরেশন- ৬৩, দেবিদ্বার- ১২, সদর দক্ষিণ- ৪ নাঙ্গলকোট- ৪। মোট সুস্থ হয়েছে ৪শ ৬৯ জন ।
আজ নতুন মৃত্যু নেই। মোট মৃত্যু সংখ্যা ৫২ জন।সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩শ টির , ফলাফল এসেছে ১২ হাজার ৬শ ৬৫ টি। সোমবার (১৫ জুন ) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
মোঃ শরীফ উদ্দীনঃ
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় বিভিন্ন বাজারে গত ১৪ জুন বিকালে মুখে মাস্ক ব্যবহার না করায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫টি মামলায় ৪হাজার টাকা জরিমানা অাদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অাবদুল মান্নান, ও মোঃ অারিফুল ইসলাম। এসময় উপস্থিত পথচারীদের জরিমানা অাদায় করার পর মাস্কের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অারিফুল ইসলাম বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী যাদের মুখে মাস্ক নেই তাদের প্রত্যেককে মোবাইল কোর্টে মামলা দিচ্ছি এবং সাথে সাথে জরিমানা অাদায় করা হচ্ছে যাতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হয়। তিনি জাগো কুমিল্লার মাধ্যমে সবাইকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার অাহবান জানান।
Leave a Reply