মোঃ শরীফ উদ্দীনঃ
এই দু:সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করা মানুষের জানাজা ও দাফনের মতো মহান সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন “উপজেলা প্রশাসন ও
বরুড়া স্বেচ্ছাসেবী টিম” এর সদস্যগন। তারা বরুড়ার পাশাপাশি চান্দিনাসহ আশেপাশের উপজেলায় দাফন কাপনে সহায়তা এগিয়ে যাচ্ছে।
করোনা দুর্যোগে সামনে থেকে নেতৃত্ব দেয়া বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুল ইসলামের অনুরোধে ৪র্থ দফায় “বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবী টিম” ও বরুড়ার চিকিৎসকগনের ব্যবহারের জন্য ৭০ টি পিপিই, ৫০০ হ্যান্ডগ্লাভস,৪০জোড়া গামবুট, ৪০টি গগলস, হ্যান্ডস্যানিটাইজার, ৫০টি ফেসশিল্ড ও ২০টি মাস্ক স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার আতিকুর রহমান ও নির্বাহী পরিচালক জনাব তোফাজ্জল আলীর অর্থায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গত ১৪জুন রবিবারে হস্তান্তর করা হয়।
সুরক্ষা সামগ্রী বিতরন সমন্বয় করেন সমাজকর্মী ও হাবিব ব্যাংকের ম্যানেজার মোঃ শাহনুর আলম, ও স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজার কামরুজ্জামান রিমন। এ উপলক্ষে এক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহি কর্মকর্তা অনুদানদাতা গনকে বিশেষ ধন্যবাদ জানান। পাশাপাশি দাফন কাজের মতো ধর্মীয় ও মানবিক সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সর্বোচ্ছ সহায়তা করতে তিনি বরুড়ার সকল সামর্থ্যবান, সমাজকর্মী, স্বেচ্ছাসেবক সহ উপজেলার সর্বস্তরের মানুষকে আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রয়াসেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত সমস্যা মোকাবেলা করা সম্ভব৷
Leave a Reply