কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় মাইক্রোবাসের প্রপেলার শ্যাফটের ভিতরে লুকিয়ে পাচারকালে প্রায় ৪৩ লাখ টাকার ইয়া’বা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এসময় দুই মা’দক ব্যবসায়ীকে আ’টক করা হয়। জব্দ করা হয় মাক্রোবাসটিকে। রবিবার (১৪ জুন) বিকেলে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, শনিবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা মাইক্রোবাসের প্রপেলার শ্যাফ্টের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে ১৪ হাজার ২৬৫ পিস ইয়া’বা পাচারকালে দুই মা’দক ব্যবসায়ীকে আ’টক করা হয়।
তারা হলেন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেউছিয়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে মোঃ নেজাম উদ্দিন (৩৬) এবং একই উপজেলার ডেমসা গ্রামের মোজাফফর আহমদের ছেলে মোঃ আরাফাত উল্লাহ (২৮)। উদ্ধারকৃত ই’য়াবা ট্যাবলেটের বর্তমান মূল্য ৪২ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফ’তারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পরিবহন, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
অন্যদিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে। কাভার্ড ভ্যানের কেবিনে লুকিয়ে ফেন্সিডিল পাচারকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বাগেরহাট জেলার সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মোঃ ইমরান (২২)। এসময়ে তার নিকট থেকে ২শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
Leave a Reply