(মোঃনাছির আহাম্মেদ, লালমাই)
গত ০৮ জুন, ২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত ১৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।
এর মধ্যে বাগমারা উত্তরের আবদুর রাজ্জাক নামের একজন ও বাগমারা দক্ষিণের রাধা কৃষ্ণ বণিক কোভিড১৯ পজিটিভ, দুজনের বাড়ি লকডাউন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাত।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় উপজেলায় পাওয়া রিপোর্টে অপর দু’জন কনটাক্ট ট্রেসিং এর মাধ্যমে সনাক্ত হয়েছেন এবং তারা কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বাসিন্দা হওয়ায় তাদের কুমিল্লা সদর উপজেলা স্বাস্হ্য বিভাগের তত্ত্বাবধানে রাখার জন্য কুমিল্লা সিভিল সার্জন অফিসের কোভিড১৯ বিষয়ক প্রধান সমন্বয়ক ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরীকে জানানো হয়েছে।
বাকি ১০ জনের ফলাফল নেগেটিভ এসেছেন।
এরমধ্যে পূর্বে করোনাপজিটিভ তৌহিদ হেসেন, মো রুবেল, সানাউল্লাহ ২য় নমুনা নেগেটিভ অর্থাৎ তারা সুস্হ হওয়ার পথে।
গৈয়ারভাঙা গ্রামের কোভিড১৯ আক্রান্ত ব্যবসায়ী
আলী আহমদের পর পর দুটো নমুনা পরীক্ষার ফলাফল নিগেটিভ আসায় তাঁকে পুরোপুরি সুস্থ ঘোষণা করে তাঁর বাড়ির লকডাউন প্রত্যাহার করার জন্য উপজেলা প্রশাসনকে কুমিল্লা সিভিল সার্জন মহোদয়ের কার্যালয় থেকে অনুরোধ করায় জনাব আলী আহমেদের বাড়ী হতে লকডাউন প্রত্যাহার করা হলো।
লালমাই উপজেলায় সংগৃহীত মোট ৩১৬ টি নমুনার মধ্যে ২৭২ টি নমুনার ফলাফল পাওয়া গেছে।
এ নিয়ে লালমাই উপজেলায়
করোনাআক্রান্ত ১৬ জন সনাক্ত হয়েছেন।
মৃত্যু সংখ্যা দুজন
সুস্থ হয়েছেন ০৩ জন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন,
মনে রাখবেন স্বাস্থ্যবিধি মেনে না চললে
এটা যে কারো হতে পারে।অাতংকিত হবেন না,
স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।
সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন।
নিরাপদে থাকুন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন,
মনে রাখবেন স্বাস্থ্যবিধি মেনে না চললেএটা যে কারো হতে পারে।অাতংকিত হবেন না,স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন।নিরাপদে থাকুন।মহান অাল্লাহ অামাদের রহম করুন।
অামিন।
Leave a Reply