(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় নতুন করে করো’না রোগী শনাক্ত হয়েছে ১১১ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ৩৭, চৌদ্দগ্রাম- ৮, লাকসাম- ৪, বুড়িচং- ২, আদর্শ সদর- ৭৷ চান্দিনা- ১১, বরুড়া- ৩, দেবিদ্বার- ৬, তিতাস- ২, দাউদকান্দি- ৮, হোমনা- ৬, ব্রাহ্মণপাড়া- ১, মুরাদনগর- ২, নাঙ্গলকোট- ৩, লালমাই- ২, সদর দক্ষিণ- ৯।
এই আক্রাঃন্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৯ শ ৫৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬০ জন। চৌদ্দগ্রাম- ১৬, দেবিদ্বার- ৬, বুড়িচং- ৩৮। মোট সুস্থ ৩ শ ৮৪ জন।
নতুন মৃত্যু হয়েছে দেবিদ্বার ও চৌদ্দগ্রামের একজন হরে। এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে ।
সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৫৯টি। ফলাফল এসেছে ১২ হাজার ৪ শ ৭৭ জনের। রবিবার (১৪ জুন ) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সিটি
কুমিল্লা সিটি করপোরেশনের থিরপুকুর পাড়ের ৪ জন, ঝাউতলার ২ জন, ঠাকুরপাড়ার ২ জন, করভবনের পিছনে পূর্বে আক্রান্ত বাসার ২ জন, রাজাপাড়া ভল্লভপুরের ২ জন, জিলা স্কুল রোডের চিকিসক, রাজগঞ্জের ১ জন, অশোকতলার ১ জন, শারদাপালের মাঠের ১ জন, পিডিবির ১ জন, ২নং কান্দিরপাড়ের ১ জন, বারপাড়ার ১ জন, কুমিল্লা মেডিক্যালের এক চিকিসক, সদর উপজেলার মনাগ্রামের ১ জন, পাঁচথুবির ২ জনের ক’রোনা সংক্র’মণ শনাক্ত হয়েছে।
দাউদকান্দি:
দাউদকান্দিতে ৪ ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরো ৮ জনের ক’রোনা শনাক্ত।
ব্রাহ্মণপাড়া:
ব্রাহ্মণপাড়ায় পুলিশ একজন, ডাক্তার একজন, অলুয়া গ্রামে একজন।
চান্দিনা:
গত ৮/৬/২০২০ এবং ৯/৬/২০২০ইং তারিখের ২৯ টি নমুনার রিপোর্ট এসেছে আজ।
১১ জন পজিটিভ (৩৭.৯৭%)
বাগমারা-২
পানিপারা-১
বাগানবাড়ি -১
বিদ্যুৎ অফিস-১
কুটুম্বপুর-১
স্বর্ণকুটির(বেলাশ্বর)-১
ঔষধ কোম্পানি -১
উত্তরা ব্যাংক-১
নূরিতলা-১
স্বাস্থ্য কমপ্লেক্স -১
★বাগমারার মৃ’ত রোগী এবং তার পরিবারের একজন এর পজিটিভ এসেছে
★স্বাস্থ্য কমপ্লেক্সের MT-LAB, যিনি নমুনা সংগ্রহ করেন,তার পজিটিভ এসেছে।
★নূরিতলার রোগীর ফোন বন্ধ( আয়েশা আক্তার,৫৫,৯/৬/২০২০ইং তারিখে নমুনা দিয়েছেন) তিনি অতিসত্ত্বর যোগাযোগ করুন।
মোট আক্রান্তঃ ১৪৮
মৃ’তঃ ৯
সুস্থঃ ৭৭
হোমনা
১৪/০৬/২০২০ ইং, হোমনা উপজেলা
সর্বশেষ আপডেট কো’ভিড-১৯ রোগীদের।
আজ রিপোর্ট এসেছে ৩০ টি
নতুন করে পজেটিভ পাওয়া গেছে ৬ জন।
তাদের মধ্যে পুরুষ ২ জন।
মহিলা ৪ জন।
সর্বমোট ক’রোনা পজেটিভ রোগীর সংখ্যা ৩৮ জন।
সর্বমোট পুরুষ আক্রান্ত রোগী ২১ জন।
সর্বমোট মহিলা আক্রান্ত রোগী ১৭ জন
সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫১৮ জনের।
এ পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ৪৫৭ জনের।
রিপোর্টের অপেক্ষায় আছে ৬১ জন।
সম্পূর্ণ সুস্থ রোগীর সংখ্যা ৩ জন।
রেফারকৃত রোগীর সংখ্যা ২ জন।
পুরোনো রোগীদের মধ্যে পজেটিভ পাওয়া গেছে ৫ জন।
তার মধ্যে পুরুষ আছে ৩ জন।
মহিলা আছে ২ জন।
ইতিমধ্যেই আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতে এবং তাদের আবাসস্থল লকডাউন করে আইসোলেশন নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন।
স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন।
জনসচেতনতায়-
উপজেলা স্বাস্থ্য বিভাগ।
হোমনা, কুমিল্লা।
লালমাই:
বাগমারা উত্তরের আবদুর রাজ্জাক নামের একজন ও বাগমারা দক্ষিণের রাধা কৃষ্ণ বণিক
Leave a Reply