(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৩২ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ৪২, চৌদ্দগ্রাম- ৮, লাকসাম- ২২, বুড়িচং- ৪, আদর্শ সদর- ৬, চান্দিনা- ১, বরুড়া- ৯, দেবিদ্বার-১৬, তিতাস- ২, দাউদকান্দি- ৮,মেঘনা- ১,হোমনা- ৬, ব্রাহ্মণপাড়া- ৭
এই আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৮ শ ৪৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে২৬ জন। চৌদ্দগ্রাম- ১৮, দেবিদ্বার- ৫, মনোহরগঞ্জ- ৩। এই নিয়ে মোট সুস্থ হয়েছে ৩২৪ জন।
নতুন মৃত্যু হয়েছে দেবিদ্বারের একজনের। এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে ।
সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮শ ৩০ জন, ফলাফল এসেছে ১২ হাজার ৭৪ জনের। শনিবার (১৩ জুন ) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বুড়িচং :
বুড়িচংয়ে নতুন করে যারা সনাক্ত হয়েছেন তারা হলো: ১,করুনা বেগম,গ্রাম, ফরিছপুর, ময়নামতি। ২,সালমা আক্তার.গ্রাম. কংশনগর। ভারেল্লা। ৩,মোশারাফ হোসেন। বুড়িচং। ৪,দেলোয়ার হোসেন।দেবপুর পুলিশ ফাঁড়ি। ৫, তহিদুল হাসান. দেবপুর পুলিশ ফাঁড়ি।।।
বরুড়া
গত ৪ জুন ১৫ টি নমুনা পাঠানো হয়। তার মধ্যে ৫টি পজিটিভ ও ১০ টি নেগেটিভ রিপোর্ট আসে।অাক্রান্তরা হলেন, করোনা অাক্রান্ত হসপিটালের ব্রাদার আরিফ হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার, তার দুই মাসের মেয়ে আরোয়া ও তার মা আনোয়ারা বেগম।বরুড়া অফিস পাড়া অন্যন্যা বনিক ও বরুড়া বেতমুড়া বাড়ির লালু মেম্বারের ছোট ভাই মোঃ মোসলিম মিয়া। চিকিৎসক জানান, অারো করোনা রোগী বাড়তে পারে।
কুমিল্লা সিটি
কুমিল্লা এলজিইডি অফিসের ৭ জন, পুলিশ হাসপাতালের ২ জন, নুরপুরের ১ জন, কাঁসারিপট্টির ১ জন, হালিমানগরের ১ জন, কোটবাড়ির ১ জন, ঝাউতলার ১ জন, কুচাইতলী, দূর্গাপুর ১ জন, সুবর্পুর ১ জন, ডুমুরিয়া ১ জন, চকবাজার বালুতুপা ১ জন, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ২ জন, আদর্শ সদরে অন্তত ১৫ জন রয়েছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের সামনে ১টি করোনা টেস্টিং বুথ বসানো হয়েছে।কুমিল্লা সিটি করপোরেশনের নিযুক্ত চিকিৎসক ড.চন্দনার সাথে পরামর্শ করে এখানে আসার জন্য অনুরোধ করে হচ্ছে।প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এখানে সেম্পল কালেক্ট করা হবে।ড.চন্দনা – ০১৭৮৭৬১৯৭৬১আরও জানানো যাচ্ছে যে, সদর দক্ষিণেও এরুপ ১টি করোনা টেস্টিং বুথ বসানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া:
থানার এস আই বাবুল, ব্রাহ্মণপাড়া সদরে ইন্জিনিয়ার খোরশেদ আলম হান্নান ডাক্তারের স্ত্রী, আয়েশা বিজিটর তার মা ও সহকারী সহ তিন জন এবং প্রাণী সম্পদ অফিসে একজন সহ ৬ জন শনাক্ত হয়েছে।
দাউদকান্দি:
নতুন আক্রান্তরা হলেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আলমগীর হোসেন, এএসআই জাহিদ হাসান, দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ তার স্ত্রী ও দুই সন্তান, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য জহির খন্দকার এবং মহিলা হোমিওপ্যাথিক চিকিৎসক।
Leave a Reply