(মোঃ শরীফ উদ্দীন, বরুড়া)
গত ১২ জুন বরুড়া উপজেলায় একদিনে ৬ জনের করোনা পজিটিভ এসেছে। গত ৩ জুন ১১ টি নমুনা পরীক্ষা করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পাঠানো হয়, তার মধ্যে ১০ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৬ টি পজিটিভ ও ৪ টি নেগেটিভ রিপোর্ট আসে।
পজেটিভরা হলেন উপজেলার ঝলম ইউনিয়নের ১। পারভিন আক্তার, একই পরিবারের ২। মোঃ আয়মান, একই এলাকার ৩। মন্তু মিয়া ও ৪। আফরিন আনজুম। আগানগর ইউনিয়ন বাড়াইপুর গ্রামের ৫। শহিদুল ইসলাম এছাড়াও পুনরায় বরুড়া সরকারী হসপিটালের স্টাফ ৬। মাহমুদুল হাসান পাটোয়ারীর রিপোর্ট টি আবার ও পজেটিভ এসেছে।
এ পর্যন্ত বরুড়া উপজেলা থেকে প্রায় ৪২৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে এতে প্রায় ৪৫ জনের করোনা পজিটিভ এসেছে, সুস্থ হয়েছেন ১০ জন এ পর্যন্ত বরুড়া সরকারি হসপিটালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ৭ জন সনাক্ত হয়েছে।
বরুড়া উপজেলার বিভিন্ন বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখা সহ যাদের মুখে মাস্ক নেই তাদের প্রতিদিন মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা অাদায় করা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অারিফুল ইসলাম ও অাব্দুল মান্নান।
Leave a Reply