(জাগো কুমিল্লা.কম)
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মিন্টু লালধর (৪০) নামে কুমিল্লা বিভাগীয় সামাজিক বন বিভাগের এক বন প্রহরীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পূর্বে তার জ¦র, কাশি এবং শ^াসকষ্ট ছিল। মিন্টু লালধরের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার তলা গ্রামে। তিনি কুমিল্লা বন বিভাগের বন প্রহরী হিসেবে চাকরীর সুবাধে নগরীর ঠাকুরপাড়ায় পরিবার নিয়ে থাকতেন।
কুমিল্লা বিভাগীয় সামাজিক বন বিভাগের কর্মকর্তা মো. নূরুল করিম জানান, মিন্টু লালধর কুমিল্লা বন বিভাগের বন প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। গত ৪ জুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (৫ জুন) তার শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করে।
আইসিইউতে থাকা অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়। পরবর্তীতে মিন্টু লালধরের নমুনা সংগ্রহ করা হয়। তবে এখনও করোনার রিপোর্ট আসেনি।
Leave a Reply