( জাগো কুমিল্লা. কম)
কুমিল্লায় আশঙ্কাজনক ভাবে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা । এই নিয়ে ১ হাজার ৪শ ৩০ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ জন ।
আক্রান্ত হওয়ার মধ্যে হোমনা- ৪ ব্রাহ্মণপাড়া- ৩, দেবিদ্বার- ৪, চান্দিনা- ৩, মনোহরগঞ্জ-২ দাউদকান্দি- ১ তিতাস- ১, বরুড়া- ১ জন। নতুন করে সুস্থ হয়েছে দেবিদ্বার- ৭, আদর্শ সদর- ৪, সদর দক্ষিণ- ৩, দাউদকান্দি- ১ সুস্থ হয়েছেন ১৫ জন। মনোহরগঞ্জে মারা গেছেন ১ জন। এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে । এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২১৭ জন ।সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৯শ ১০ জন, ফলাফল এসেছে ১০ হাজার ৩শ ২৮ জনের।
রবিবার (৭ জুন ) সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
দাউদকান্দির রায়পুরে এক জনের করোনা শনাক্ত।
চান্দিনা নতুন আক্রান্ত বাজারের উত্তরা ব্যাংক-১ জন, হারং-১, চান্দিনা বাজার -১ মোট ।
ব্রাহ্মণপাড়ায় নগরপাড়ের একজন , সিদলাই একজন ও ব্রাহ্মণপাড়া থানার এএসআই সিরাজ নতুন করে আক্রান্ত হয়েছেন।
…….. বিস্তারিত আসছে ।
সাদর দক্ষিন উপজেলার সংল্গন ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের পাশে রাহাত ফিলিং স্টেশনের ৩ জনই সুস্থ। নতুন আক্রান্ত নেই এই উপজেলায়।
উপজেলার সর্বমোট আক্রান্ত সংখ্যা:
সিটিতে ২২৯ ,দেবিদ্বার ১৯২ জন, মুরাদনগরে ১৬২ জন, লাকসামে ১০২ জন, বুড়িচং ১০০ জন, চৌদ্দগ্রামে ৯৭ জন, কুমিল্লা সদর ৭০ জন, চান্দিনা ১২৩ জন, নাঙ্গলকোটে ৭৩ জন, দাউদকান্দি ৪১ জন, ব্রাহ্মণপাড়া ৩৩ জন, তিতাস ৩১ জন, মনোহরগঞ্জে ২৪ , হোমনা ২৬ , সদর দক্ষিন ৩২ জন, লালমাই ১১ জন, বরুড়া ২৯ জন, মেঘনা ২১ জন ।
Leave a Reply