(অমিত মজুমদার, কুমিল্লা)
স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন ও সরকার নির্ধারিত ৬০ ভাগের চেয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতিবাদ করে হালিমা খাতুন। এ সময় বাসের স্টাফরা নারী যাত্রীকে হেনস্থা করে খারাপ আচরন ও জিম্মি করার হুমকি প্রদান করে ।
শুক্রবার সকাল ১১ টায় হালিমা খাতুন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের ফেসবুক ইনবক্সে অভিযোগ করলে তাৎক্ষনিক হাইওয়ে পুলিশের সহযোগিতায় ঢাকা থেকে কুমিল্লামুখী প্রাইম প্লাস পরিবহন বাসটি আলেখাচর বিশ্বরোডে গতিরোধ করে।
পরবর্তীতে অন্যান্য যাত্রী, চালক, স্টাফদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়ায় চালক ও সহযোগী দুই স্টাফকে শেষ বারের সতর্ক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ ।
অভিযোগকারী হালিমা খাতুন বলেন, স্বাস্থ্যবিধি ও ভাড়া নিয়ে প্রতিবাদ করায় স্টাফরা খারাপ আচরণ করে ও অতিরিক্ত ভাড়া না দিলে বাস থেকে নামতে দিবে না বলে জানান।পরবর্তীতে আমি ম্যাজিস্ট্রেট আবু সাঈদ মহোদয়কে ম্যাসেজ করার সাথে সাথে বার বার কল দিয়ে আমার লোকেশন নিশ্চিত করে।পরবর্তীতে হাইওয়ে পুলিশও আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে আমি কোথায় আছি । আমি খুবই খুশি, আমার একটি ম্যাসেজ পেয়ে জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ এত অল্প সময়ে আমার পাশে দাঁড়াবে কখনও চিন্তা করেনি ।
আগে জানতাম প্রশাসন জনগনের জন্য কিছুই করে না, কিন্তু আজ জানতে পারলাম জনস্বার্থে তারা অনেক কিছুই করছে। আমি চাই আমার মতো সবাই সচেতন ও প্রতিবাদী হউক । অন্যান্য যাত্রীরা যদি প্রতিবাদ করতো তাহলে আজ আমাকে প্রশাসনের সহযোগিতা নেওয়ার প্রয়োজন ছিল না। যেখানে অনিয়ম সেখানে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করতে হবে।
কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ বলেন, গত কিছুদিন আগে আমি ফেসবুক পোস্টে গণপরিবহনে স্বাস্থ্যবিধি অমান্য ও সরকার নির্ধারিত থেকে অতিরিক্ত ভাড়া দাবি করলে ইনবক্সে ম্যাসেজ করার অনুরোধ করি । বিগত কয়েকদিনে ব্যাপক সাড়া পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। ইতিমধ্যে জেলা প্রশাসনের আমরা ২০টির বেশি মামলা ও ৩০ টির বেশি বেশি অভিযোগ নিস্পত্তি করেছেন
সকালে হালিম খাতুন ফেসবুক থেকে আমাকে অভিযোগ করে, পরবর্তীতে হাইওয়ে পুলিশের আন্তরিক সহযোগিতায় বাসটির গতিরোধ করি । অভিযোগের সত্যতা পাওয়ায় সতর্ক করে অর্থদন্ড করি । কুমিল্লাবাসির উদ্যেশে বলতে চাই, জেলা প্রশাসন ও পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। আপনারা শুধু নিজের অবস্থান থেকে নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং যারা মানছে না তাদের উৎসাহিত ও সচেতন করুন। কোথাও অনিয়ম হলে আমাদের জানালে জেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।
Leave a Reply