( জাগো কুমিল্লা. কম)
কুমিল্লায় ঈদের দিনে ১৮১ টি রিপোর্টের মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ । সীমিত পরিসরে করোনা আপডেট জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। উপজেলা ভিত্তিক কোন তথ্য প্রকাশ করা হয়নি। এই নিয়ে কুমিল্লায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৬৩৫ জনে দাঁড়িয়েছে।
তবে বিশেষ সূত্রে জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। কুমিল্লা সদর উপজেলা ও সিটিতে বড় একটি সংখ্যা করোনায় আক্রান্ত হয়েছে । তবে ঈদের কারণে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি । তার জন্য অপেক্ষা করতে মঙ্গলবার সকাল পর্যন্ত ।
রবিবার কুমিল্লায় সিটির ১১ জনসহ ১২ উপজেলায় রেকর্ড ৭৮ জন আক্রান্ত হয়েছিল । গতকালের সর্বশেষ আপডেট :
মোট নমুনা সেন্ট= ৭ হাজার ১ শ ৩৫টি
মোট রিপোর্ট রিসিভেড=৬ হাজার ৪শ ৪৫ জনের
মোট পজিটিভ =৬৩৫জন
মোট সুস্থ্য = ৯০ জন
মোট মৃ ত্যু =২০ জন
২৪মে, ২০২০ ইং (দুপুর টা পর্যন্ত )
নতুন আক্রন্ত: ৮১ জন
নতুন সুস্থ :২ ( মুরাদনগর)
নতুন মৃত্যু: ১
দেবিদ্বারে ১৩০,মুরাদনগরে ১১৮,চান্দিনায় ৫২,সিটি ৫১, নাঙ্গলকোটে ৪৬, লাকসামে ৩৬, সদরে ৩২, দাউদকান্দি ১৯, সদর(দ) ১৭, বুড়িচং ৩৩, ব্রাহ্মণপাড়া ১৪,তিতাস ১৭, মেঘনা ১০, বরুড়া ১১, চৌদ্দগ্রামে ৪ জন, মনোহরগঞ্জে ১০ , হোমনায় ৫, লালমাই ৪
Leave a Reply