(অমিত মজুমদার, কুমিল্লা)
কুমিল্লায় ২৪ ঘন্টার সিটির ১১ জনসহ ১২ উপজেলায় রেকর্ড ৭৮ জন আক্রান্ত হয়েছে। চান্দিনায় ২২, সিটি ১১, মেঘনায় ৮, দাউদকান্দি ৩, দেবিদ্বার ৬, ব্রাহ্মণপাড়া ২, আদর্শ সদর ৩ জন, মুরাদনগর ৮ জন, হোমন ১, তিতাস ২, বুড়িচং ৮, লাকসাম ৩, মনোহরগঞ্জ ১,। নতুন করে মৃত্যু হয়েছে একজনের।
কুমিল্লা সিটির ঝাউতলায় এক বিল্ডিংয়ের ৩ জন, বাকিরা শাকতলা, নওয়াব বাড়ি, উত্তর কালিয়াজুড়ির কোরের পাড়, ছোটরা, দক্ষিণ চর্থা, বিষ্ণপুর এলাকার । সদর হাসপাতালের ক্লিনারের পর দুই সন্তান আক্রান্ত হয়েছে। কুমিল্লা সদরের দৌলতপুরের নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে।
এদের মধ্যে কুমিল্লার মেঘনায় ঢাকা ফেরত দুই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত। দাউদকান্দি সদর, বারপাড়া ও পাচঁগাছিয়া ৩ জন আক্রান্ত ,দেবিদ্বারে ৯ জন পজিটিভ। শিশু মাতৃ হাসপাতালের কর্মচারী ২ জন মহিলা, বানিয়াপাড়া ১ জন পুরুষ এবং মহিলা কলেজ রোডে ১ জন পুরুষসহ অন্যান্যরা । ব্রাহ্মণপাড়া সদর ও পূর্ব পোমকাড়া এলাকায় ২ জন আক্রান্ত
তিতাসের একজন স্বাস্থ্যকমপ্লেক্সের ড্রাইভার অারেকজন উত্তর জেলা অাওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন
মুরাদনগরের আজকের ৮জন, উপজেলা পরিষদের ১জন, স্বাস্থ্য কর্মী ৩, রামচন্দ্রপুর ১, বাঙ্গরা ১জন, স্বাস্থ্যকর্মীর ছেলে ১, ভবানীপুর ১ মৃত।
চান্দিনায় ২২ জনের নমুনা পজিটিভ এসেছে। আক্রান্ত এলাকা হলো মহারং১০, ঔষধ কোম্পানি ২ ,স্বাস্থ্য কমপ্লেক্স -১, মহিচাইল -২, ছয়ঘড়িয়া-২, হারং-১, জোয়াগ-২, কংগাই-১, ছায়কট-১
মোট নমুনা সেন্ট= ৭ হাজার ১ শ ৩৫টি
মোট রিপোর্ট রিসিভেড=৬ হাজার ৪শ ৪৫ জনের
মোট পজিটিভ =৬০৪জন
মোট সুস্থ্য = ৯০ জন
মোট মৃ ত্যু =২০ জন
২৪মে, ২০২০ ইং (দুপুর টা পর্যন্ত )
নতুন আক্রন্ত: ৮১ জন
নতুন সুস্থ :২ ( মুরাদনগর)
নতুন মৃত্যু: ১
দেবিদ্বারে ১৩০,মুরাদনগরে ১১৮,চান্দিনায় ৫২,সিটি ৫১, নাঙ্গলকোটে ৪৬, লাকসামে ৩৬, সদরে ৩২, দাউদকান্দি ১৯, সদর(দ) ১৭, বুড়িচং ৩৩, ব্রাহ্মণপাড়া ১৪,তিতাস ১৭, মেঘনা ১০, বরুড়া ১১, চৌদ্দগ্রামে ৪ জন, মনোহরগঞ্জে ১০ , হোমনায় ৫, লালমাই ৪
Leave a Reply