( জাগো কুমিল্লা.কম)
করোনা ভাইরাসের কারণে নিজ গ্রামের কর্মহীন দরিদ্রদের পাশে দাঁড়ালেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কুমিল্লা জেলা শাখার আহবায়ক, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সংবাদ পত্র সম্পাদক পরিষদের সেক্রেটারী, বিবর্তন সম্পাদক অধ্যাপক দিলীপ মজুমদার।
প্রথম পর্যায়ে শনিবার বিকালে বরুড়া উপজেলার গালিমপুর গ্রামে দরিদ্রদের তালিকা করে প্রত্যোকজনকে ১০ কেজি চাউল, ১কেজি মশুর ডাল, ১ লিটার তেল, ২টি মাস্ক, ১টি সাবান দেওয়া হয় ।
এ বিষয়ে সাংবাদিক দিলীপ মজুমদার বলেন, করোনা ভাইরাসের কঠিন সময়ে সরকারের পাশাপাশি সবাই এগিয়ে আসতে হবে । আমার সামর্থ্যানুযায়ী নিজে গ্রামের দরিদ্রদের পাশে দাঁড়িয়েছি । প্রথম পর্যায়ে তালিকা করে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করাহয়েছে। আরও তালিকা করা হচ্ছে পর্যায় ক্রমে অসহায় মানুষদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে । আমি চাই আমার গ্রামের একটি মানুষও যেন এই পরিস্থিতিতে না খেয়ে থাকে । দেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
Leave a Reply