মোঃ শরীফ উদ্দীনঃ
কোভিট ১৯ এর ঝুঁকি থেকে সাধারণ মানুষকে রক্ষার্থে বরুড়ায় উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ২১ মে বৃহস্পতি বার থেকে সকল প্রকার শপিংমল ও বিপনী বিতান গুলো ইতি পুর্বে বন্ধ ঘোষনা করা হয়েছিল।
সে নির্দেশনা অমান্য করে উপজেলার বিভিন্ন বাজারে প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দন্ড বিধির ১৮৬০ এর বিভিন্ন ধারায় ও ভ্রাম্যমান অাদালতের মাধ্যমে বরুড়া বাজারের গনি মিয়া সড়কের জসিম উদ্দিন এর খাবার হোটেল ৩০০০টাকা, স্থানীয় মিলন রোডের মমিন মিয়ার খাবার হোটেল, ৩০০০ টাকা জাকির হোসেন এর কাপড় দোকান ৫০০০টাকা, অাড্ডা বাজার ডিলার শরীফ অাহমেদ এর দোকানে ৫০০০টাকা , বরুড়া বাজার মোজাম্মেল ব্যাগ হাউজ ৫০০০টাকা সহ বিভিন্ন ছোট বড় দোকান মিলিয়ে প্রায় ৩৮৫০০ টাকা জরিমানা অাদায় করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ অানিসুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অারিফুল ইসলাম রাসেল, মোঃ অাবদুল মান্নান, এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাস এর দায়িত্ব প্রাপ্ত সেনা সদস্য সহ সাংবাদিক ও অন্যান্যরা।
Leave a Reply