অনলাইন ডেস্ক:
গত ২৪ ঘন্টায় সিটিসহ আরও ৭ উপজেলায় আক্রন্ত হয়েছে ১৭ জন । এর মধ্যে কুমিল্লা সদরে একজনের মৃত্যু হয়েছে। কুমিল্লা সিটিতে দুইজন, দেবিদ্বারে দুই চিকিৎসকসহ আক্রান্ত হয়েছে ৬ জন । এছাড়া মুরাদনগরে ৪ জন, হোমনায় ,দাউদকান্দিতে ,চান্দিনায় ,তিতাসে করে আক্রান্ত হয়েছে। এই নিয়ে কুমিল্লা মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৮২ জনে । মোট মৃত্যু হয়েছে ১২ জনের ।
এবার জানিয়ে দিচ্ছি কুমিল্লা সিটিও সদর উপজেলার তথ্য, কুমিল্লার নগরীর চকবাজার ও মধ্যম আশ্রাফপুরের একজন করোনা আক্রান্ত হয়েছে । সদরের দক্ষিণ দূর্গাপুর দৌলতপুর পূর্বপাড়ার ব শাহের আলম খোকন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি শুক্রবার ভোরে মারা যান। তার রিপোর্ট পজেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান
মোট নমুনা সেন্ট= ৪ হাজার ৯ শ ৮৬ জন
মোট রিপোর্ট রিসিভেড=৪ হাজার ৫শ ৮৪ জনের
মোট পজিটিভ = ২৮২জন
মোট সুস্থ্য = ৪৯ জন
মোট মৃ ত্যু =১২ জন
১৭মে, ২০২০ ইং ( দুপুর ২ টা পর্যন্ত )
নতুন কেস: ১৭ জন
নতুন সুস্থ : ২ জন ( মুরাদগনর, চান্দিনা)
নতুন মৃত্যু: ১ ( সদর)
দেবিদ্বার ১০৮,সদর ৬, সিটি ২২, তিতাস ১২, লাকসাম ১১,চান্দিনা ১৫, দাউদকান্দি ১২, বুড়িচং৯, মুরাদনগর ৩৮, মনোহরগঞ্জে ৬, বরুড়া-১০,বি-পাড়া ৭,সদর (দ) ৩, চৌদ্দগ্রাম ২, হোমনা৪, মেঘনা২,লালমাই৩, নাঙ্গলকোট ৭
Leave a Reply