অনলাইন ডেস্ক:
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় দেবিদ্বারের ৩৫ জনসহ ৪৮ জন আক্রান্ত : সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৯।
Debidwar- 35
Daudkandi- 02
Chandina- 01
Homna- 01
Brahmonpara- 03
Burichong- 01
Muradnagar- 03
Lalmai- 01
Monohorgonj- 01
করো না হ টস্পট দেবিদ্বারে আরও ভয়াবহ রূপ ধারন করছে । গত ২৪ ঘন্টায় দেবিদ্বারের ৩৫ জন পজিটিভ পজিটিভ এসেছে । এই নিয়ে দেবিদ্বারে আক্রান্ত রোগী সংখ্যার বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে । এই নিয়ে এই উপজেলায় ৭ জনের মৃ ত্যু হয়েছে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর। আক্রান্তদের মধ্যে ইউসুফপুর ইউনিয়নের মোগসাইর গ্রাম (এগারগ্রাম বাজার) সবচাইতে ঝুঁকিপূর্ন। এই এক গ্রামের মধ্যেই ১৫ জন পজিটিভ এসেছে।
মোট নমুনা সেন্ট= ৪ হাজার ২শ ২৪ জন
মোট রিপোর্ট রিসিভেড=৪ হাজার ১৪ জনের
মোট পজিটিভ = ২১৯জন
মোট সুস্থ্য = ৩৯ জন
মোট মৃ ত্যু =৯ জন
১৪মে, ২০২০ ইং ( দুপুর ২ টা পর্যন্ত )
নতুন কেস: ৪৮ জন
নতুন সুস্থ : ০
নতুন মৃত্যু: ০
দেবিদ্বার ৭৭ ,সদর ২, সিটি ১১, তিতাস ১১, লাকসাম ১৪,চান্দিনা ১৩, দাউদকান্দি ১১, বুড়িচং৯, মুরাদনগর ৩২, মনোহরগঞ্জে ৬, বরুড়া-১০,বি-পাড়া ৫,সদর (দ) ৩, চৌদ্দগ্রাম ২, হোমনা৩, মেঘনা২,লালমাই৩, নাঙ্গলকোট ৪
Leave a Reply