অনলাইন ডেস্ক:
কুমিল্লায় আক্রান্ত বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে : কুমিল্লা সিটিতে আরও ২জনসহ নতুন আক্রান্ত হয়েছে ১০ জন !সিটি কর্পোরেশন এরিয়ার ২ জন,মুরাদনগর ৩ জন,লাকসাম ২জন,দেবীদ্বার ২জন,মনোহরগন্ঞ্জ ১জন। আক্রান্ত ১০৮ জনের মধ্যে ২৬ জন সুস্থ্য হয়েছেন।কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন ১০ জন আক্রান্তদের মধ্যেকুমিল্লা সিটির রাজগঞ্জে আগের আক্রান্ত ব্যক্তির স্ত্রী ও সন্তানের পজিটিভ পাওয়া গেছে। লাকসামে নতুন দুইজনের মধ্যে একজন করোনায় আক্রান্ত মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এর সাথে প্যাথলজির কাজের প্রশিক্ষণ নিচ্ছিলো। অন্যজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সামনিরপুল এলাকার মুদি দোকানদার। দেবিদ্বারের দুইজনের মধ্যে স্বাস্থ্য কমপ্লেকের জুনিয়র স্টাফ আরেকজন ছোট আলমপুরে । একজন রামচন্দ্রপুরের জীবন মেম্বার, বাকি দুজন বাখরনগরের সাবেক মহিলা মেম্বার ও তার সন্তান । মনোহরগঞ্জের সরেস পুর ইউনিয়নের সিদরপুর গ্রামের একজন ।
মোট নমুনা সেন্ট= ২ হাজার ৭শ ৬৬ জন
মোট রিপোর্ট রিসিভেড=২ হাজার ৩ শ ৩৭জনের
মোট পজিটিভ = ১০৮জন
মোট সুস্থ্য = ২৬ জন
মোট মৃ ত্যু =৪ জন
৬মে, ২০২০ ইং ( দুপুর ১২ টা পর্যন্ত )
নতুন কেস: ১০ জন
নতুন সুস্থ : ০
নতুন মৃ’ত্যু: ০
কুমিল্লা জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০৮ জন (৬মে পর্যন্ত)। জেলার ১৭টি উপজেলার ১৫টি তে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
দেবিদ্বার-২২, তিতাস-১১, লাকসাম-১৩,চান্দিনা-১৩, দাউদকান্দি-৯, বুড়িচং-৮, মুরাদনগর ১১, মনোহরগঞ্জে ৫, বরুড়া-৭,ব্রাহ্মণপাড়া-২ , আদর্শ সদর ( সিটিতে)৩, সদর দক্ষিণ-২, চৌদ্দগ্রাম-১ , ও হোমনা-২ , মেঘনা-১ । মোট সুস্থ হয়েছে ২৬ জন ।
Leave a Reply