1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; নিহত বেড়ে ৭ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন কুমিল্লা নগরীতে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ! সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া ফের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা মেডিকেলে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

করোনা রোগী যাওয়ায় কুমিল্লার সর্ববৃহৎ রাজগঞ্জ বাজার লকডাউন ঘোষণা !

  • প্রকাশ কালঃ সোমবার, ৪ মে, ২০২০
  • ২৩৪৪


( জাগো কুমিল্লা ডট কম)

কুমিল্লা নগরীতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঘটনায় রাজগঞ্জ বাজারকে তিন দিন লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজার ইজারাদার জয়নাল আবেদীন জাগো কুমিল্লাকে এই তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় থেকে নির্দেশনা এসেছে। আগামী তিনদিন শতভাগ লক ডাউন পালন করা হবে । আগামী তিনদিন কাঁচা বাজার ওমাছ বাজার ইউসুফ স্কুলে বসবে।

আদর্শ সদর উপজেলা অফিসার জাকিয়া আফরিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ।

। সোমবার দুপুরে নগরীর রাজগঞ্জ রাজবাড়ি কম্পাউন্ড পুকুরের দক্ষিণ পাড়ের ৮ তলা ভবনটি লকডাউন করেছে জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া। পরিবারের আরও ৫ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত রোগীর কোন লক্ষন উপসর্গ আপতত নেই। কিছুদিন আগে জ্বর হয়েছিল একন সুস্থ রয়েছে।

জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া জাগোকুমিল্লাকে জানান, গত ৪ মাস আগে বিদেশ থেকে এসেছেন । তিনি কিভাবে আক্রান্ত হলেন তা বলতে পারছে না।তিনি বিগত এক মাস নিয়মিত ভাবে রাজগঞ্জ , চকবাজারে আসা যাওয়া করেছেন । এছাড়া কোথাও যাননি। আমরা ধারণা করছি বাজার করতে গিয়ে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কুমিল্লা জেলাতে নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২শ ৫২ জনের , রিপোর্ট এসেছে ১ হাজার ৯ শ ৬৯জনের।

মোট নমুনা সেন্ট= ২ হাজার ২শ ৫২ জন
মোট রিপোর্ট রিসিভেড=১ হাজার ৯ শ ৬৯জনের
মোট পজিটিভ = ৯৩জন
মোট সুস্থ্য = ২৪ জন
মোট মৃ ত্যু =৪ জন

৪মে, ২০২০ ইং ( দুপুর ২ টা পর্যন্ত )
নতুন কেস: ১জন (কুমিল্লা সিটি , রাজগঞ্জ)

কুমিল্লা জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৩ জন (৪মে পর্যন্ত)। জেলার ১৭টি উপজেলার ১৫টি তে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

দেবিদ্বার-২০, তিতাস-১১, লাকসাম-১১,চান্দিনা-১১, দাউদকান্দি-৯, বুড়িচং-৮, মুরাদনগর ৭, মনোহরগঞ্জে ৪, বরুড়া-৫,ব্রাহ্মণপাড়া-২ , আদর্শ সদর ( সিটিতে) ১, সদর দক্ষিণ-২, চৌদ্দগ্রাম-১ , ও হোমনা-২ , মেঘনা-১ । মোট সুস্থ হয়েছে ২৪ জন ।
এ বিষয়ে সকলকে সহযোগিতা করার জন্য কুমিল্লা দোকান মালিক সমিতির পক্ষ থেকে আহবান করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews