( জাগো কুমিল্লা ডট কম)
কুমিল্লা নগরীতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর রাজগঞ্জ রাজবাড়ি কম্পাউন্ড পুকুরের দক্ষিণ পাড়ের ৮ তলা ভবনটি লকডাউন করেছে জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া। পরিবারের আরও ৫ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত রোগীর কোন লক্ষন উপসর্গ আপতত নেই। কিছুদিন আগে জ্বর হয়েছিল একন সুস্থ রয়েছে।
জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া জাগোকুমিল্লাকে জানান, গত ৪ মাস আগে বিদেশ থেকে এসেছেন । তিনি কিভাবে আক্রান্ত হলেন তা বলতে পারছে না।তিনি বিগত এক মাস নিয়মিত ভাবে রাজগঞ্জ , চকবাজারে আসা যাওয়া করেছেন । এছাড়া কোথাও যাননি। আমরা ধারণা করছি বাজার করতে গিয়ে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা জেলাতে নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২শ ৫২ জনের , রিপোর্ট এসেছে ১ হাজার ৯ শ ৬৯জনের।
মোট নমুনা সেন্ট= ২ হাজার ২শ ৫২ জন
মোট রিপোর্ট রিসিভেড=১ হাজার ৯ শ ৬৯জনের
মোট পজিটিভ = ৯৩জন
মোট সুস্থ্য = ২৪ জন
মোট মৃ ত্যু =৪ জন
৪মে, ২০২০ ইং ( দুপুর ২ টা পর্যন্ত )
নতুন কেস: ১জন (কুমিল্লা সিটি , রাজগঞ্জ)
কুমিল্লা জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৩ জন (৪মে পর্যন্ত)। জেলার ১৭টি উপজেলার ১৫টি তে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
দেবিদ্বার-২০, তিতাস-১১, লাকসাম-১১,চান্দিনা-১১, দাউদকান্দি-৯, বুড়িচং-৮, মুরাদনগর ৭, মনোহরগঞ্জে ৪, বরুড়া-৫,ব্রাহ্মণপাড়া-২ , আদর্শ সদর ( সিটিতে) ১, সদর দক্ষিণ-২, চৌদ্দগ্রাম-১ , ও হোমনা-২ , মেঘনা-১ । মোট সুস্থ হয়েছে ২৪ জন ।
Leave a Reply