অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় নতু’ন করে আরও ৫৬৪ জন করোনা রোগী শনা’ক্ত হয়েছে। এছাড়া এই ২৪ ঘণ্টায় করো’না’ক্রান্ত হয়ে মা’রা গেছেন আরও ৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রা’ন্ত রোগীর সং’খ্যা দাঁড়া’লো ৭৬৬৭ জন, এবং নতুন করে ৫ জন মা’রা যাওয়ায় মোট মৃ’তের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জন।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অ’তিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা হয়েছে ৪৯৬৫ টি। মোট ২৯টি ল্যা’বে পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আ’ক্রান্ত রোগী শনা’ক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে ন’তুন আ’ক্রান্ত রো’গীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃ’ত্যুও।
প্রাণঘা’তী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নিয়েছে আরও নানা পদক্ষেপ। যদিও এরই মধ্যে সীমিত পরিসরে ঢাকাসহ বিভিন্ন এলাকার কিছু পোশাক কারখানা সীমিত পরিসরে খুল’তে শুরু করেছে। তবে সামাজিক দূর’ত্ব বজায় রাখা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কি-না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশে’ষজ্ঞরা।
Leave a Reply