(আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা)
কুমিল্লার চান্দিনায় করো’না জয় করেছেন একটি প্রাইভেট হাসপাতালের ডাক্তার মো. এনামূল হক।বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু।
তিনি জানান- চান্দিনায় যে ৪জন রোগী করো’না ভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১জনে পরপর ২টি রিপোর্ট এবং ২জনের প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু আরও জানান- চিকিৎসক এনামূল হক নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে গত ১৩ এপ্রিল নিজেই নমুনা প্রদান করেছিলেন। ১৫ এপ্রিল শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসার পর তাকে ঘরে রেখে পুরো বাড়িটি লকডাউন করে দেই। বাসায় তিনি চিকিৎসা করা অবস্থায় গত ২৩ এপ্রিল তার প্রথম নমুনা সংগ্রহ করি এবং ২৬ এপ্রিল নমুনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে।
সেদিনই আমরা দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করি এবং ২৯ এপ্রিল তার দ্বিতীয় টেস্টের রেজাল্টও নেগেটিভ আসে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ্য। তিনি আরও জানান- চান্দিনার আক্রান্ত আরও একটি ডায়গনষ্টিক সেন্টারের একজন ল্যাব টেকনেশিয়ান ও একজন এক্স-রে টেকনেশিয়ানের প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে।
বুধবার (২৯ এপ্রিল) তাদের দ্বিতীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। আ’ক্রান্ত ৪জনের মধ্যে একজন কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থারও উন্নতি ঘটেছে। প্রসঙ্গত, বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত ৯৫জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে প্রাপ্ত ৮৩ রোগীর রিপোর্টের মধ্যে ৪জন আ’ক্রান্ত হয়।
Leave a Reply