অনলাইন ডেস্ক:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্তের পিসিআর মেশিন উদ্বোধন করছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷
সোমবাার সাড়ে ১২ টায় উদ্বোধন করা হয়। এ সময় তিনি বলেন, আমি কিছুক্ষণের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মিটিংয়ে বসবো । করোনায় পরীক্ষা ও চিকিৎসায় যারা দায়িত্ব পালন করবে তাদের নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হবে । কিছু দিনের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতালে রুপান্তর করা হবে ।
কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কান্তি প্রিয় দাশ জানান, করো’না পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে ডেমো পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহ হলে আমরা ২৯ এপ্রিল থেকে পরীক্ষা করতে পারবো।
এসময় উপস্থিত রয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, কুমিল্লা স্বাচিপের সভাপতি ডা. আব্দুল বাকি আনিস। কুমিল্লা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাক্তার আতাউর রহমান জসিম, কুমিল্লার সাধারণ সম্পাদক মোরশেদুল আলমসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য ডাক্তারসহ কর্মকর্তাবৃন্দ৷
Leave a Reply