(মাহফুজ নান্টু,কুমিল্লা)
করোনা সংক্রমন প্রতিরোধে অনেকটাই ঘরবন্দি সময় পার করছে কৃষকরা। তবে এই করোনা ভাইরাসের জন্য যেন ধান উৎপাদন ব্যহত না হয় সে জন্য কৃষকের ঘরে আঊশ ধানের বীজ পৌছে দিচ্ছেন কুমিল্লার কৃষি কর্মকর্তারা।
আজ রবিবার কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় গিয়ে দেখা যায়, কৃষকদের ঘরে ঘরে আঊশ ধানের বীজ পৌঁছে দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। পাশাপাশি কৃষকদেরকে নানান পরামর্শ দিচ্ছেন কর্মকতার্রা। মাঠে থাকা ধান সংগ্রহ ও ধান রোপনের বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ^াস দিচ্ছেন তারা।
নাঙ্গলকোট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুনাইদ হাছান বলেন, আঊশ উৎপাদনে যেন কোন সমস্যা না হয় সে লক্ষ্যই কৃষকের ঘরে আঊশ ধানের বীজ পৌঁছে দিচ্ছি। আঊশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে এ কাজটি নিঃসন্দেহে ভূমিকা রাখবে।
বিষয়টি নিয়ে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুরজিৎ চন্দ্র দত্ত জানান, দূর্যোগ পরবর্তী সময়ে খাদ্য সমস্যা নিরসনে আমরা যথেষ্ট তৎপর। তারই অংশ হিসেবে আমরা ঘরে থাকা কৃষকদের মাঝে আঊশ বীজ পৌছে দিচ্ছি।
Leave a Reply