অনলাইন ডেস্ক:
কুমিল্লায় বৃহস্পতিবার একজন মুয়াজ্জিনসহ নতুন করে তিনজন ক রোনা ভাইরা সে আ ক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় করোনাভাইরাসে মোট আ ক্রান্ত হলেন ৩৯ জন। নতুন আ ক্রান্তরা হচ্ছেন লাকসাম, সদর দক্ষিণ ও দেবিদ্বার উপজেলার বাসিন্দা। সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য কর্মক র্তারা এতথ্য নিশ্চি ত করেছেন।
সূত্র জানায়, নতুন আ ক্রান্তদের মধ্যে দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের শাহাজালাল মেম্বা র। তিনি করোনার উ পসর্গ নিয়ে বুধবার মা রা যান। বৃহস্পতিবার তার রি পোর্ট পজে টিভ আসে।
দ্বিতীয়জন লাকসাম উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিন। তার বাড়ি ভো লায়। তৃতীয় জন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বার পাড়া ইউনি য়নের হরি শ্চর গ্রা মের। তিনি সম্প্রতি ঢাকার যাত্রা বাড়ি থেকে এসেছেন। সেখানে তিনি কাঁ চা মালের ব্যবসা করতেন।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা.মো, শাহাদাত হোসেন বলেন, জন গণকে ঘরে থেকে আমাদের স হযোগিতা করতে হবে। পা শাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আগত আসা বন্ধ করতে হবে।
এই নিয়ে কুমিল্লা আক্রা’ন্ত সংখ্যা বেড়ে ৩৯ জনে ।
করো’না আপডেট 23.04.2020 @ 4pm
মোট কোয়ারেন্টাইন = 5151.
। মোট মুক্তি = 3774.
বর্তমান কোয়ারেন্টিনে=1378.
মোট নমুনা সেন্ট= 1024.
মোট রিপোর্ট রিসিভেড=708..
মোট পজিটিভ = 39.
23.04.2020 @ 4pm
নতুন কেস: ৩ জন ( সদর দক্ষিণ ১, লাকসাম ১, দাউদকান্দি ১)
উপজেলার সর্বমোট আ’ক্রান্ত সংখ্যা:
কুমিল্লা জেলায় করোনায় আক্রা;ন্তের সংখ্যা ৩৯জন (২৩ এপ্রিল পর্যন্ত)। জেলার ১৭টি উপজেলার ১২টি তে করো’না ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
তিতাস-৮, দাউদকান্দি-৮, বুড়িচং-৭, চান্দিনা-৪, দেবিদ্বার-২, ব্রাহ্মণপাড়া-১, সদর দক্ষিণ-২, বরুড়া-২, চৌদ্দগ্রাম-১, লাকসাম-২ ও হোমনা-১, মেঘনা-১।
Leave a Reply