অনলাইন ডেস্ক:
কুমিল্লার বুড়িচং ও দাউদকান্দিতে নতুন করে ৩ জন করো’না ভাইরায়ে আক্রা’ন্ত হয়েছে। তাদের মধ্যে বুড়িচং উপজে’লা সরকারি সরকারি হাসপাতালের কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু’র গাড়ির চালক, পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ১০ বছরের মেয়ে নতুন করে করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়েছে। এছাড়া দাউদকান্দিতে স্বামীর পর স্ত্রী করো’নায় আক্রান্ত হয়েছেন। উপজেলার পাচঁগাছিয়া ইউনিয়নের শ্রীরায়েরচর গ্রামের এক গামেন্টস কর্মী নারায়নগঞ্জ থেকে তার নিজ বাড়িতে ফেরত আসে। গত ১৪ এপ্রিল মঙ্গলবার ওই ব্যক্তি করো’নার রিপোর্ট পজিটিভ আসে।
বুড়িচং উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু ও দাউদকান্দি উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে কুমিল্লা আক্রা’ন্ত সংখ্যা বেড়ে ৩৫ জনে ।
করো’না আপডেট 19 .04.2020 @ 1 pm.
19.04.2020. 1 pm.
নতুন কেস: ৩ জন ( বুড়িচং ২, দাউদকান্দি ১)
উপজেলার সর্বমোট আ’ক্রান্ত সংখ্যা:
কুমিল্লা জেলায় করোনায় আক্রা;ন্তের সংখ্যা ৩৫জন (১৯ এপ্রিল পর্যন্ত)। জেলার ১৭টি উপজেলার ১২টি তে করো’না ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
তিতাস-৮, দাউদকান্দি-৮, বুড়িচং-৭, চান্দিনা-৪, দেবিদ্বার-১, ব্রাহ্মণপাড়া-১, সদর দক্ষিণ-১, বরুড়া-১, চৌদ্দগ্রাম-১, লাকসাম-১ ও হোমনা-১, মেঘনা-১।
একজন ব্যক্তি করোনা আ’ক্রান্ত হলে পরবর্তীতে ২ থেকে ৪টি পরীক্ষার মাধ্যমে তার সর্বশেষ অবস্থা নির্ণয় করা হয়। তিতাসের বিরামকান্দির জালাল উদ্দিনের ইতিমধ্যে ১টি রিপোর্ট নেগেটিভ এসেছে।
Leave a Reply