1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; নিহত বেড়ে ৭ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন কুমিল্লা নগরীতে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ! সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া ফের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা মেডিকেলে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

নিউই’য়র্কে একদিনে কুমিল্লার ২ প্রবাসী সহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

  • প্রকাশ কালঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ২২২১

অনলাইন ডে স্ক:

নিউইয়’র্কে ক’রোনাভা’রাসে গত ২৪ ঘণ্টায় কুমিল্লার মুরাদনগর ও দেবি’দ্বারে দুই প্রবা’সীসহ আরও ৭ বাংলাদেশি ও ২ জন বিভিন্ন রো’গে মা’রা গেছেন। দেশটিতে একদিনে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন আরও প্রায় এক হাজার ৮০০ জন। এ নিয়ে মোট মৃ’তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩৮৪ জনেরও বেশি।

ভার্জি’নিয়ায় বসবাসকারী ফরিদ উ দ্দিন করো’নায় আ’ক্রান্ত হয়ে গত ১৬ এপ্রিল সকাল ৮টায় ভা’র্জিনিয়ার উডব্রিজ হাসপা’তালে শেষ নি’:শ্বাস ত্যা’গ করেন। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিন প্রায় ৭ দিন হাসপা’তালে চিকি’ৎসাধীন ছিলেন। তার দেশের কুমিল্লায় মুরাদনগরে। তিনি তার ছেলে জাহিদ ইস লামের সাথে থাকতেন। জানা গেছে, জাহিদ ইস লামও বর্তমানে করো’নায় চিকিৎসা’ধীন।

নিউইয়র্ক প্রবাসী আ বু তাহের করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়ে গত ১৬ এপ্রিল বিকেলে ৪টায় ব্রঙ্ক’সের লেবানন হাসপা’তালে চি’কিৎসাধীন অবস্থায় ইন্তে’কাল করেন। তার দে শের বাড়ি বাংলাদেশের কু মিল্লার বুড়িচংয়ে। মৃ ত্যুকালে তি নি স্ত্রী, চার পুত্র, তিন কন্যা সহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, দে শটিতে এ পর্যন্ত করো নায় আক্রা ন্ত হয়েছেন অন্তত ৬ লাখ ৭৩ হাজার ২১৫ জন। এদের মধ্যে সু স্থ হয়েছেন ৫৭ হাজার ২৩২ জন।

তবে সিটির গভর্নরের তথ্য অনুযা য়ী নিউ ইয় র্কে আক্রা ন্তের এবং হাসপা তালে ভ র্তির সংখ্যা কমেছে। এ ছাড়া গত ৭ দিনের তুলনায় মৃ ত্যের সংখ্যাও কমেছে। তবে বাংলাদেশিদের মৃ ত্যুর মিছিল এখনো থামেনি।

মৃ ত রা হলেন- সিলে টের মৌলভীবাজারের নিউ ইয়র্ক প্র বাসী রউফ আহমদ করো নাভাই রাসে আ ক্রান্ত হয়ে গত ১৬ এপ্রিল রাত ১২টা ১০ মিনিটে জ্যামা ইকা হাস পাতালে মা রা যান। মৃ ত্যুকালে তার ব য়স হয়েছিল ৬৫ বছর।

নিউ ইয়র্কের এস্টো রিয়া প্রবা সী তাজুল ইস লাম (৫২) করো নায় আ ন্ত হয়ে গত ১৬ এপ্রিল ভোর ৬টার সময় এস্টো রিয়ার মাউন্ট সিনাই হাসপা তালে শেষ নি শ্বাস ত্যাগ করেন।

হবিগ ঞ্জের বাহুজল থানার সাবেক চেয়ারম্যান আব্দুল ম ঈন চৌধুরী গত ১৬ এপ্রিল সকাল মিশিগানের একটি হাসপাতালে ই ন্তেকাল করেছেন (ই ন্না লি ল্লাহে.. রাজি উন)। মৃ ত্যুকালে তার ব য়স হয়েছিল ৮৬ বছর। বিভিন্ন সূ ত্রে জানা গেছে, তিনি বার্ধ ক্যজনিক কারণে মারা গেছেন।

বিয়ানীবাজারের কসবা গ্রামের নিউই য়র্কের ও জন পার্ক প্রবা সী মো হাম্মদ আব্দুল হক উতুল করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ এপ্রিল দুপুর ১২টায় নিউইয়র্কের লংআইল্যান্ডের নর্থসোর হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মেরিল্যা ন্ডের আপার মার্লবরোর বাসিন্দা জামিলা আ হমেদ পিনকি (৫০) ই ন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজিউন)। গত ১৪ এপ্রিল থেকে তিনি অসু স্থ্যবোধ করছিলেন এবং ১৫ এপ্রিল সকালে তিনি তার মা রাফিয়া আহমেদের কোলে মাথায় রেখে শুতে চাইলে বোন সামিনা খান তাকে তার মা য়ের কোলে শু ইয়ে দেন। মায়ের কোলে শুয়ে থাকা অবস্থায় তিনি মৃ ত্যুরকো লে ঢলে পড়েন।

পারিবারিক সূ ত্রে জানা যায়, চট্টগ্রামের সন্তান জা মিলা আহমেদ করো না ভাই রাসে আক্রান্ত ছিলেন না। তবে তিনি করোনাভাইরাসের কোনো পরীক্ষা করাননি। তিনি কিড নিসহ অন্যান্য রো গে আ ক্রান্ত ছিলেন। স্ত্রী জামিলা আহ মেদ পিন কির আ ত্মার মাগ ফেরাত কা মনায় দো য়া চেয়েছেন তার স্বামী মোহা ম্মেদ মোকা দ্দেম।

কুইন্সের ওজনপার্কের বাসিন্দা আব্দুল জলিল ক্যা ন্সারে আ ক্রান্ত হয়ে মৃ ত্যুবরণ করেছেন। মৃ ত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় তার ওজনপার্কের বাসায় ইন্তেকাল করেন।

কুইন্সের ওজনপার্কে বসবাসকারী মোহাম্মদ রহমান করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ এপ্রিল ইন্তেকাল করেন। মৃ ত্যুকালে তিনি স্ত্রী এবং এক কন্যা সন্তান রেখে গেছেন।

এ ছাড়াও নিউইয়র্কে সাগর নন্দী (৫০) নামে একজন বাংলাদে শি করো নায় আ ক্রান্ত হয়ে মু মূর্ষ অব স্থায় চিকি ৎসাধীন রয়েছেন। সা গর নন্দীর অবস্থা সংকটাপন্ন বলে তার পারিবা রিক সূ ত্রে জানা গেছে।

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে প্রাণ ঘাতী করোনা ভাইরাসের প্রকো প ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত আ ক্রান্ত ও মৃ ত্যুর সংখ্যায় সবদেশের শীর্ষে রয়েছে যুক্ত রাষ্ট্র। অপরদি কে যুক্তরা ষ্ট্রের ৫০টি অঙ্গ রাজ্যের মধ্যে করোনার হা নায় সবচে য়ে ক্ষতি গ্র স্ত নিউ ইয়র্ক অ ঙ্গ রাজ্য।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews