(সুজন মজুমদার, বরুড়া)
কুমিল্লার বরুড়া ও তিতাস আরও দুই জন ক ভিড-১৯ ক রোনাভাই রাসে আ ক্রান্ত হয়েছেন। আজ বুধবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে কুমি ল্লায় মোট ১৮ জন করোনায় আ ক্রান্ত হয়েছেন।
কুমিল্লার বরুড়া উপজেলা খোশবাস ৩নং উত্তর ইউনিয়নের কেমতলী গ্রামের এক নারী ক রোনা রি পোর্ট পজে টিভ পাওয়া গেছে। আজ বুধবার (১৫ এপ্রিল) বিকাল স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত সুলতানা বিষয়টি নিশ্চিত করেন। আ ক্রান্ত নারী বাবার বাড়ি বরুড়া উপজেলার খোশবাস (উঃ) ইউনিয়নের কেমতলী গ্রামে।
গত পনোরো দিন পূর্বে ফেরদৌসির বোনের বাসায় ঢাকার মিরপুরে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে গত সোমবার লক ডাউন ভেঙ্গে কৌশলে বাপের বাড়ি বরুড়ার কেমতলী আসেন। পরে পাশের দুই বাড়িতেও নারী বিভিন্ন প্রয়োজনে যান। তার পরিবারের বাবা ও ভাই ও পাশের দুই প্রতিবেশীর পরিবারের লোকজনও প্রয়োজনে অপ্রয়োজনে বরুড়া বাজারসহ বিভিন্ন হাটে বাজারে ও কর্মস্থলে যাতায়াত করেন।
আসার পর তার শরীরে করো না ভাই রাসের ল ক্ষণ দেখা দিলে স্থানীয়দের দেয়া তথ্যমতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাগন তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরি ক্ষার জন্য ঢাকায় পাঠান, সেখান থেকে আজ বুধবার পরিক্ষা শেষে করো না ভা ইরাস পজেটিভ আসে।
ফেরদৌসি আক্তারের করোনা পজিটিভ আসার পর বরুড়ায় এলাকায় চরম আ তংক বিরাজ করছে।এ পর্যন্ত বরুড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭ জনের রিপোর্ট নেগেটিভ ও একজনের রির্পোট পজেটিভ পাওয়া গেছে।
Leave a Reply