অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় ক’রোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃ’ত্যু হয়েছে। এদের মধ্যে একজনের বাড়ি কুমিল্লা জে’লার দেবিদ্বার উপজে’লায়।
এ নিয়ে দেশে মৃ’ত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০ জনে। এছাড়া নতুন করে ক’রোনায় আ’ক্রান্ত হিসেবে শ’নাক্ত হয়েছেন আরও ৫৮ জন। মোট আ’ক্রান্তের সংখ্যা ৪৮২ জন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ক’রোনাভা’ইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জে’লার ৩ জনের শরীরে ক’রোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
কুমিল্লার নতুন ৩ আ’ক্রান্তদের মধ্যে একজন তিতাস উপজে’লার। আরেকজন বুড়িচংয়ে ক’রোনায় আ’ক্রান্ত দুই শিশুর ফুফু। আরেকজন দেবিদ্বার উপজে’লার। তিনি মা’রা গেছেন। সে দেবিদ্বারে আক্রা’ন্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মা’রা যায়।
জানাগেছে জে’লায় বুড়িচংয়ে দুই শিশু ক’রোনায় আ’ক্রান্ত হওয়ার পর এবার তাদের এক ফুফু ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক’র্তা মীর হোসেন মিঠু।
এদিকে দুই শিশুর ক’রোনা প’জেটিভ হওয়ার পর থেকে বুড়িচং উপজে’লা প্রশা’সন ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামটিকে লগডাউন ঘোষনা করেছিলো।
জানা যায়, গত রোববার রাত ১১টার দিকে ক’রোনায় আ’ক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ব্যবসায়ী গোলাম মোস্তফার মা সাহেদা খাতুনের (৬৫) মৃ’ত্যু হয়। পরে সোমবার মোস্তফা পরিবার নিয়ে বুড়িচংয়ে গ্রামের বাড়িতে চলে আসেন।
এ খবর পেয়ে প্রশা’সন থেকে ওই পরিবারটিকে লকডাউন করা হয়। পরে স্বাস্থ্য বিভাগ থেকে ওই পরিবারের ছয় জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
৯ এপ্রিল রিপোর্টে ওই পরিবারের দুই শিশু ক’রোনা পজেটিভ ধরা পরে। আর ১১ এপ্রিল নি’হত সাহেদা খাতুনের মেয়ে বয়স ৫০ এর শরীরে ক’রোনা পজেটিভ রিপোর্ট আসে।
তাদের এখন কি অবস্থা এমন প্রশ্নের জবাবে বুড়িচং উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক’র্তা মীর হোসেন মিঠু জানান, ওই শিশুদের মতো আ’ক্তান্ত মহিলার দেহে কোন উপসর্গ নেই।
তবে তারা ক’রোনা ভাইরাস বহন করছে। তাদেরকে বাড়ীতে আইসোলেশনে রাখা হয়েছে। বাড়িতেই তাদের চিকিৎসা চলছে।
Leave a Reply