কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় করোনা দুর্যোগ মুহূর্তে আর্থিক সংকটে পড়া প্রায় নয় শতাধিক পরিবহন শ্রমিকের মাঝে চার বিতরণ করেছে মোটর এসোসিয়েশন কুমিল্লা বাস মালিক সমিতি। শনিবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর কুমিল্লা মোটর এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে শ্রমিকদের মাঝে চাল বিতরণ করা হয়।
বিতরণের সময় করোনাভাইরাস সংক্রামণ রোধে শ্রমিকদের মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় রেখে সুশৃংখলভাবে এক এক করে ২৫ কেজি বস্তার চাল হাতে হাতে দেয়া হয়। শ্রমিকদের মাঝে চাল বিতরণে এসোসিয়শনের সভাপতি জামিল আহমেদ খন্দকার ও সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, শ্রমিকরা আমাদের প্রাণ। তারা গাড়িতে না উঠলে আমাদের বাস চলে না। করোনাভাইরাস সংক্রামণ রোধে সারাদেশে পরিবহন চলাচল বন্ধ হয়ে পড়ায় তারা আর্থিক সংকটে পড়েছে। করোনা দুর্যোগ মোকাবেলায় তাই আমরা শ্রমিকদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি।
আমরা চাই দেশের সকল বাস মালিক যেন এই দুর্যোগ মুহূর্তে শ্রমিকের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন। চাল বিতণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, মোটর এসোসিয়শন কুমিল্লার বাস মালিক সমিতির সভাপতি জামিল আহমেদ খন্দকার ও সাধারণ সম্পাদক হাজী মো. তাজুল ইসলাম, কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি গাজী শাহজাহান, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ-সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন কাজল, রোড সেক্রেটারী (সিলেট) হাজী শরাফত আলী, রোড সেক্রেটারী (সিলেট) প্রশাসন সালাউদ্দির বিল্পব, রোড সেক্রেটারী অর্থ আবু তাহের প্রমুখ।
Leave a Reply