অনলাইন ডেস্ক:
করোনা পরিস্থিতিতে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ালো বৃহত্তর চট্টগ্রাম সমিতি, কুমিল্লা। সমিতির উদ্যোগে আজ কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে কুমিল্লার বিভিন্ন ওয়ার্ডের ২৩০ পরিবারের মধ্যে খাদ্য, নিরাপত্তা সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ শওকত ওসমান, সমিতির উপদেষ্টা সচিব, কাদেনা স্পোর্টস ওয়্যার লিমিটেডের সিনিয়র পরিচালক আবদুল মাজেদ,
এড. অহিদুর রহমান, সহ সভাপতি টুন্টু চক্রবর্তী, কাজী মাহবুবুর রহমান, সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, আয়াজ মাবুদ, সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সম্পাদক রবিন পাল, সদস্য রাজেশ বড়ুয়া, উজ্জ্বল বিশ্বাস, শহিদুল ইসলাম, কাদেনা স্পোর্টস ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) কামরুজ্জামান, ব্যবস্থাপক মোহাম্মদ ইউনুস, আতিকুর রহমান, প্রমুখ। ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেন কাদেনা স্পোর্টস ওয়্যার লিমিটেডের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply